ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধের সমাপ্তি: পুরনো অবস্থায় ফিরে গেল ক্রিকেট অস্ট্রেলিয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ  শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়ান ক্রিকেটের স্বার্থেই ক্রিকেটারদের দাবির মুখে পুরনো অবস্থায় ফিরে আসার ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এই ঘোষনার মধ্য দিয়ে এক মাস ধরে চলা পারিশ্রমিক নিয়ে ক্রিকেটার এবং বোর্ডের যুদ্ধের সমাপ্তি ঘটলো।

প্রসঙ্গত, ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বাধীন বোর্ড অব ডিরেক্টরসের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল নতুন পারিশ্রমিক মডেল প্রনয়নের। যার ওপর ভিত্তি করে রাজস্ব বন্টনের নতুন নিয়ম প্রবর্তন করে সিএ। কিন্তু ক্রিকেটারদের সংগঠন অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) এই নতুন মডেল নিয়ে আপত্তি জানায়। তাদের বক্তব্য নতুন মডেল অনুসারে শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটাররাই উপকৃত হবে। কিন্তু সারা দেশব্যাপি আরও শত শত পেশাদার ক্রিকেটার ক্ষতিগ্রস্থ হবে। এ কারণে নতুন মডেলের বিরোধীতা করে এসিএ। যে কারণে নতুন চুক্তিতে স্বাক্ষরও করেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এর ফলে ১ জুলাই থেকে বেকার হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ২৩০ জনেরও বেশি পেশাদার ক্রিকেটার এবং নারী ক্রিকেটাররা। গত একমাস এ নিয়ে চলে দু’পক্ষের যুদ্ধ।
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের সফর বাতিল করে দিয়েছে ক্রিকেটাররা। শঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর। ১৮ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারদের। বাংলাদেশ সফরের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের রয়েছে ভারতে ওয়ানডে সফর। এরপর ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ। সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে স্পন্সর এবং সম্প্রচার স্বত্তাধীকারি পক্ষগুলোর কোটি কোটি ডলারের যে চুক্তি রয়েছে, সেগুলোও ক্ষতিগ্রস্থ হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যুদ্ধের সমাপ্তি: পুরনো অবস্থায় ফিরে গেল ক্রিকেট অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়ান ক্রিকেটের স্বার্থেই ক্রিকেটারদের দাবির মুখে পুরনো অবস্থায় ফিরে আসার ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এই ঘোষনার মধ্য দিয়ে এক মাস ধরে চলা পারিশ্রমিক নিয়ে ক্রিকেটার এবং বোর্ডের যুদ্ধের সমাপ্তি ঘটলো।

প্রসঙ্গত, ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বাধীন বোর্ড অব ডিরেক্টরসের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল নতুন পারিশ্রমিক মডেল প্রনয়নের। যার ওপর ভিত্তি করে রাজস্ব বন্টনের নতুন নিয়ম প্রবর্তন করে সিএ। কিন্তু ক্রিকেটারদের সংগঠন অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) এই নতুন মডেল নিয়ে আপত্তি জানায়। তাদের বক্তব্য নতুন মডেল অনুসারে শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটাররাই উপকৃত হবে। কিন্তু সারা দেশব্যাপি আরও শত শত পেশাদার ক্রিকেটার ক্ষতিগ্রস্থ হবে। এ কারণে নতুন মডেলের বিরোধীতা করে এসিএ। যে কারণে নতুন চুক্তিতে স্বাক্ষরও করেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এর ফলে ১ জুলাই থেকে বেকার হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ২৩০ জনেরও বেশি পেশাদার ক্রিকেটার এবং নারী ক্রিকেটাররা। গত একমাস এ নিয়ে চলে দু’পক্ষের যুদ্ধ।
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের সফর বাতিল করে দিয়েছে ক্রিকেটাররা। শঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর। ১৮ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারদের। বাংলাদেশ সফরের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের রয়েছে ভারতে ওয়ানডে সফর। এরপর ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ। সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে স্পন্সর এবং সম্প্রচার স্বত্তাধীকারি পক্ষগুলোর কোটি কোটি ডলারের যে চুক্তি রয়েছে, সেগুলোও ক্ষতিগ্রস্থ হচ্ছিল।