ঢাকা , রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সিমন্সকে রেখে দিয়েছে বাংলাদেশ

ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্ক আরও স্থায় হলো। ২০২৭ সাল পর্যন্ত তাকে প্রধান কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, গত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তি থাকা এই ক্যারিবীয় কোচ বাংলাদেশ দলের সঙ্গে নতুন চুক্তি করেছেন।

গত অক্টোবরে ছয় মাসের জন্য বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিমন্স। এরপর তার অধীনেই দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলে বাংরাদেশ। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতেও তার অধীনে খেলে বাংলাদেশ।

নতুন চুক্তির পর বিসিবির বিবৃতিতে সিমন্স বলেছেন, ‘লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলে প্রতিভা আছে, তা অস্বীকার করার উপায় নেই। আমি বিশ্বাস করি, একসঙ্গে আমাদের দারুণ কিছু অর্জন করার সম্ভাবনা আছে। আমি এই যাত্রার দিকে তাকিয়ে আছি। ইতিমধ্যে আমি অসাধারণ কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি। আমি দলের মধ্যে দারুণ সম্ভাবনা দেখি।’

বিগত সময়গুলোর অভিজ্ঞতা বর্ণনা করে সিমন্স বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আমার গত কয়েক মাসের যাত্রা সত্যিই ফলপ্রসূ ছিল। দলের মধ্যে যে শক্তি, প্রতিশ্রুতি ও সক্ষমতা আছে, তা মুগ্ধ করার মতো। আমি এই খেলোয়াড়দের তাদের পুরো সক্ষমতা ব্যবহার করতে সাহায্যের জন্য উন্মুখ হয়ে আছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সিমন্সকে রেখে দিয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্ক আরও স্থায় হলো। ২০২৭ সাল পর্যন্ত তাকে প্রধান কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, গত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তি থাকা এই ক্যারিবীয় কোচ বাংলাদেশ দলের সঙ্গে নতুন চুক্তি করেছেন।

গত অক্টোবরে ছয় মাসের জন্য বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিমন্স। এরপর তার অধীনেই দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলে বাংরাদেশ। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতেও তার অধীনে খেলে বাংলাদেশ।

নতুন চুক্তির পর বিসিবির বিবৃতিতে সিমন্স বলেছেন, ‘লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলে প্রতিভা আছে, তা অস্বীকার করার উপায় নেই। আমি বিশ্বাস করি, একসঙ্গে আমাদের দারুণ কিছু অর্জন করার সম্ভাবনা আছে। আমি এই যাত্রার দিকে তাকিয়ে আছি। ইতিমধ্যে আমি অসাধারণ কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি। আমি দলের মধ্যে দারুণ সম্ভাবনা দেখি।’

বিগত সময়গুলোর অভিজ্ঞতা বর্ণনা করে সিমন্স বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আমার গত কয়েক মাসের যাত্রা সত্যিই ফলপ্রসূ ছিল। দলের মধ্যে যে শক্তি, প্রতিশ্রুতি ও সক্ষমতা আছে, তা মুগ্ধ করার মতো। আমি এই খেলোয়াড়দের তাদের পুরো সক্ষমতা ব্যবহার করতে সাহায্যের জন্য উন্মুখ হয়ে আছি।’