বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে অংশ নেয়া চার বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই চার বোলার হলেন সঞ্জিত সাহা (কলাবাগান ক্রীড়া চক্র), আসিফ আহমেদ রাতুল (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব), নুরুজ্জামান মাসুম (পারটেক্স স্পোর্টিং ক্লাব), শফিউল হায়েত (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)। এই চারজনই হলেন স্পিনার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে তাদের বোলিং অ্যাকশন রিভিউ করব’।
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে সঞ্জিত তার আগের অ্যাকশনে ফিরে গিয়েছে। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। কারণ, সে একজন সম্ভাবনাময়ী বোলার’।
এর আগে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সঞ্জিত সাহার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। আইসিসির চোখে তার বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়েছিল।
সঞ্জিত সাহাকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে। অনুশীলন ক্যাম্পে তার বোলিংয়ের উপর নজর রাখা হবে। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজ সামনে রেখে এখন মিরপুরে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।