বাঙালী কণ্ঠ নিউজঃ এমনিতেই এটি তার ৫০তম টেস্ট। মাইলফলকের ম্যাচে আরেকটি মাইলফলক ছুঁলেন চেতেশ্বর পূজারা।
ভারতীয় এই ব্যাটসম্যান টেস্টে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। করেছেন দারুণ এক সেঞ্চুরিও।
গলে প্রথম টেস্টেই তিনি সেঞ্চুরি করেছিলেন। কলম্বোর এসএসসিতে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও তিন অঙ্ক ছুঁয়েছেন ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান।
সর্বশেষ চার টেস্টে এটি পূজারার তৃতীয় সেঞ্চুরি। তিনি ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন ৮৪তম ইনিংসে।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে কম ইনিংসে ৪ হাজার রান করতে পেরেছেন কেবল বীরেন্দ্রর শেবাগ (৭৯ ইনিংস) ও সুনীল গাভাস্কার (৮১ ইনিংস)। পূজারার সমান ৮৪ ইনিংস লেগেছিল রাহুল দ্রাবিড়ের।
বিশ্ব রেকর্ডটা অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের। অনেকের মতে সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ৪৮ ইনিংসে।
ক্যারিয়ারের ৫০তম টেস্টে সেঞ্চুরি করা সপ্তম ভারতীয় ব্যাটসম্যান পূজারা। সব মিলিয়ে ৩৬তম।
এটি পূজারার ১৩তম টেস্ট সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয়। ২০১৫ সালে কলম্বোর এসএসসিতেই খেলেছিলেন অপরাজিত ১৪৫ রানের ইনিংস।
আজ দলের ৫৬ রানে শিখর ধাওয়ানের বিদায়ের পর উইকেটে আসেন পূজারা। এই প্রতিবেদন লেখার সময় ১২৬ রানে অপরাজিত ডানহাতি এই ব্যাটসম্যান। ভারতের সংগ্রহ তিনশ পেরিয়েছে তিন উইকেট হারিয়েই। সেঞ্চুরি করে অপরাজিত আছেন অজিঙ্কা রাহানেও (১০০*)।