বাঙালী কণ্ঠ নিউজঃ দেশের ঘরোয়া ক্রিকেটে মনোযোগ না দেয়ায় আবারো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করলেন দেশটির পেস বোলিং লিজেন্ড ওয়াসিম আকরাম।
স্থানীয় জিও নিউেজের সঙ্গে আলাপকালে আকরাম বলেন,‘ সতর্কভাবে চিন্তা-ভাবনা না করেই ঘরোয়া ক্রিকেটের প্রতিটি স্তরে খেলোয়াড় নিলামের ধারণা নকল করছে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর থেকেই উচ্চ কন্ঠ আকরাম আরো বলেন, ‘৭০ বছর আগে পিসিবি প্রতিষ্ঠিত হয়েছে। তথাপি এখন পর্যন্ত ঘরোয়া এবং প্রথম শ্রেণীর কিকেটের যথার্থ একটি অবকাঠামো আমাদের নেই।’
সুয়্যিং এর রাজা প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের জন্য পাকিস্তান দলের প্রশংসা করেন। ‘তবে এখন আমাদের ধারাবাহিকভাবে পারফর্ম করা দরকার’ বলেও উল্লেখ করেন তিনি।
আকরাম এই প্রথমবার পিসিবির সমালোচনা করলেন তা নয়। সাবেক এ অধিনায়ক ইতোপূর্বে বহুবার পিসিবির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিন ফর্মেটে তিন অধিনায়কেরও সমালোচনাকারী আকরাম তিন ফর্মেটে একজন অধিনায়কের পক্ষে।