বাঙালী কণ্ঠ নিউজঃ অবশেষে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের অনিশ্চয়তা কেটেছে। সমঝোতায় পৌঁছেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও দেশটির ক্রিকেটারদের সংগঠন (এসিএ)। তাই আশা করা হচ্ছে নির্ধারিত সময়েই ঢাকায় পা রাখবেন অসিরা। নির্ধারিত দিনটি ১৮ আগস্ট। অস্ট্রেলিয়া দলকে আতিথেয়তা দিতে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে টানা বৃষ্টির কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামটিকে এখনও খেলার উপযোগী করা যায়নি। শেষ মুহূর্তে না পারা গেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি বিকেএসপিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেই প্রস্তুতি নিচ্ছেন তারা।
দীর্ঘদিন ধরেই ফতুল্লা স্টেডিয়ামটি ডুবে আছে পানিতে। মৌসুমী বৃষ্টি, কারখানার বর্জ্য এবং পয়ঃনিস্কাশনের পানিতে তলিয়ে এ স্টেডিয়াম। আউটার মাঠ পুরোটাই পানির নিচে। এমনকি মূল স্টেডিয়ামের প্রবেশ পথেও পানি। ড্রেসিং রুমের কাছেও পানি। মাঠে ঢোকার পথেও জমে আছে পানি। স্টেডিয়ামে প্রবেশের পাঁচটি গেটের চারটি পানি দিয়ে প্লাবিত। যদিও মাঠ এবং স্টেডিয়ামের ভিতরে আসা-যাওয়ার পথ সংস্কারের কাজ করছে বিসিবি। তবে শেষ মুহূর্তে এর কাজ শেষ না হলে বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপিকে প্রস্তুত করছেন বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘ফতুল্লায় না হলে বিকেএসপি আমাদের বিকল্প। তাই আমরা বিকেএসপিও প্রস্তুত করছি। ওরা আসলে আমরা কোথাও না কোথাও প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করে ফেলবো।’
তবে বিকেএসপির অবস্থাও যে খুব সুবিধাজনক তাও নয়। ড্রেসিং রুমের অবস্থা খুব উন্নত নয়। মিডিয়া বক্সেও নেই কোনো আধুনিক সুবিধা। ছোট্ট গ্যালারিতে যে কয়টা চেয়ার আছে তার অধিকাংশই ভাঙা। বাকিগুলোও বসার অনুপযোগী। স্কোরবোর্ডের অবস্থাও করুণ। তবে অসিদের আসার আগেই এ সব কিছু ঠিক করবেন বলে আশা প্রকাশ করেন জালাল ইউনুস, ‘আমরা আগেও বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ব্যাবস্থা করেছি। মিডিয়া ভালোভাবে কাভার করতে পারে যাতে তেমন ব্যবস্থা থাকবে। ইন্টারনেটেরও ব্যবস্থা থাকবে। সব ধরণের সাপোর্টের ব্যবস্থা আমরা করে দেবো।’
বিকেএসপিতে মূলত তিন এবং চার নম্বর মাঠে ক্রিকেট খেলা হয়। এর মধ্যে ৩ নম্বর মাঠটি অপেক্ষাকৃত ভালো। পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত। তবে এখনও কোন মাঠে খেলা হবে তা নিশ্চিত হয়নি বলে জানান জালাল, ‘মাঠ এখনও ঠিক হয়নি। যে মাঠে সুবিধা হবে, সেটাতেই খেলা দেয়া হবে।