ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না স্টেইন

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা হচ্ছে না দীর্ঘ দিন যাবত ইনজুরিতে ভোগা দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইনের। কেননা এখনো কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।

২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা দলের অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টের পর থেকে প্রোটিয়া দলে অনুপস্থিত স্টেইন। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী শন পোলকের চেয়ে মাত্র চার উইকেট দূরে আছেন এক সময়ের বিশ্বসেরা এ পেসার।

ইনজুরিতে পড়ার ছয় মাস পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে পুনর্বাসন শেষ না হওয়ায় তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

গত মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে স্টেইন নিজেই জানিয়েছিলেন অপেক্ষার পালা শেষ। আগামী সপ্তাহে সেঞ্চুরিয়নে ডলফিনসের বিপক্ষে টাইটানসের হয়ে চার দিনের ম্যাচে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এখন জানা গেল এ ম্যাচ থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন।

ইএসপিএন ক্রিকইনফোকে স্টেইন বলেন, ‘আমি এখনি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভালভাবেই বোলিং করতে পারছি। কিন্তু চার দিনের ম্যাচ কিংবা টেস্ট ক্রিকেটের কাজের চাপ নিতে পারছি না। যে কারণে এখনই মাঠে নামাটা ঠিক হবে না মনে করছি। ’

তিনি বলেন, ‘চার দিনের ম্যাচ খেলতে পারলে টেস্ট দলে ডাক পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতো। কিন্তু আমি এমন অবস্থাতে দলে থাকতে চাই না যে পুনরায় আমাকে নাম প্রত্যাহার করে নিতে হয়। পুনরায় মাঠে নামার জন্য কিছু সিমিত ওভারের ক্রিকেট আমার জন্য ভাল হবে। ’

আরও কয়েক বছর ক্রিকেট খেলার ইচ্ছে পোষণ করে এ পেস তারকা বলেন, ‘অক্টোবরের শেষ পর্যন্ত টেস্ট খেলার ঝুঁকি নেয়াটা আমার জন্য ঠিক হবে না। সুতরাং আমার চেষ্টা থাকবে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে যদি সুযোগ পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না স্টেইন

আপডেট টাইম : ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা হচ্ছে না দীর্ঘ দিন যাবত ইনজুরিতে ভোগা দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইনের। কেননা এখনো কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।

২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা দলের অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টের পর থেকে প্রোটিয়া দলে অনুপস্থিত স্টেইন। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী শন পোলকের চেয়ে মাত্র চার উইকেট দূরে আছেন এক সময়ের বিশ্বসেরা এ পেসার।

ইনজুরিতে পড়ার ছয় মাস পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে পুনর্বাসন শেষ না হওয়ায় তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

গত মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে স্টেইন নিজেই জানিয়েছিলেন অপেক্ষার পালা শেষ। আগামী সপ্তাহে সেঞ্চুরিয়নে ডলফিনসের বিপক্ষে টাইটানসের হয়ে চার দিনের ম্যাচে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এখন জানা গেল এ ম্যাচ থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন।

ইএসপিএন ক্রিকইনফোকে স্টেইন বলেন, ‘আমি এখনি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভালভাবেই বোলিং করতে পারছি। কিন্তু চার দিনের ম্যাচ কিংবা টেস্ট ক্রিকেটের কাজের চাপ নিতে পারছি না। যে কারণে এখনই মাঠে নামাটা ঠিক হবে না মনে করছি। ’

তিনি বলেন, ‘চার দিনের ম্যাচ খেলতে পারলে টেস্ট দলে ডাক পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতো। কিন্তু আমি এমন অবস্থাতে দলে থাকতে চাই না যে পুনরায় আমাকে নাম প্রত্যাহার করে নিতে হয়। পুনরায় মাঠে নামার জন্য কিছু সিমিত ওভারের ক্রিকেট আমার জন্য ভাল হবে। ’

আরও কয়েক বছর ক্রিকেট খেলার ইচ্ছে পোষণ করে এ পেস তারকা বলেন, ‘অক্টোবরের শেষ পর্যন্ত টেস্ট খেলার ঝুঁকি নেয়াটা আমার জন্য ঠিক হবে না। সুতরাং আমার চেষ্টা থাকবে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে যদি সুযোগ পাওয়া যায়।