ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জরিমানার মুখে মেসির দল

বাঙালী কণ্ঠ নিউজঃ দর্শকদের আপত্তিজনক স্লোগানের কারণে জরিমানার মুখে পড়তে পারে বার্সেলোনা। একই কারণে জরিমানা হতে পারে আরেক স্প্যানিশ দল লেগানেসেরও। গত শনিবার এসপানিওল ও গেটাফের বিপক্ষে বার্সেলোনা ও লেগানেসের সমর্থকরা আপত্তিজনক স্লোগান দেন।

অ্যান্টি-ভায়োলেন্স কমিশনের সাপ্তাহিক রিপোর্টে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং লা লিগা কমিটি জানায়, শনিবার ন্যুক্যাম্পে বার্সেলোনা-এসপানিওল ম্যাচে বেশ কয়েকবার অপমানজনক স্লোগান শোনা যায় স্বাগতিক সমর্থকদের কণ্ঠে। বিশেষ করে খেলার সপ্তম এবং ৭৪ মিনিটে।

ন্যুক্যাম্পে ৮০ হাজারের বেশি সমর্থক সেদিনের ম্যাচে উপস্থিত ছিলেন। তবে লা লিগা এবং স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন আপত্তিজনক স্লোগানের দায়ে ৫৫০ জনকে অভিযুক্ত করে। এই ঘটনায় জরিমানার মুখে পড়তে পারে লিওনেল মেসির দল।

এদিকে লেগানেসের মাঠে স্বাগতিক দর্শকরাও সফরকারী দলের সমর্থকদের উদ্দেশে করে আপত্তিজনক স্লোগান তোলেন বলে প্রমাণ করে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও লা লিগা কমিটি। বিশেষ করে খেলার চতুর্দশ ও ৭৩ মিনিটে। দর্শককাণ্ডে জরিমানা গুনতে হতে পারে লেগানেসকেও।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জরিমানার মুখে মেসির দল

আপডেট টাইম : ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ দর্শকদের আপত্তিজনক স্লোগানের কারণে জরিমানার মুখে পড়তে পারে বার্সেলোনা। একই কারণে জরিমানা হতে পারে আরেক স্প্যানিশ দল লেগানেসেরও। গত শনিবার এসপানিওল ও গেটাফের বিপক্ষে বার্সেলোনা ও লেগানেসের সমর্থকরা আপত্তিজনক স্লোগান দেন।

অ্যান্টি-ভায়োলেন্স কমিশনের সাপ্তাহিক রিপোর্টে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং লা লিগা কমিটি জানায়, শনিবার ন্যুক্যাম্পে বার্সেলোনা-এসপানিওল ম্যাচে বেশ কয়েকবার অপমানজনক স্লোগান শোনা যায় স্বাগতিক সমর্থকদের কণ্ঠে। বিশেষ করে খেলার সপ্তম এবং ৭৪ মিনিটে।

ন্যুক্যাম্পে ৮০ হাজারের বেশি সমর্থক সেদিনের ম্যাচে উপস্থিত ছিলেন। তবে লা লিগা এবং স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন আপত্তিজনক স্লোগানের দায়ে ৫৫০ জনকে অভিযুক্ত করে। এই ঘটনায় জরিমানার মুখে পড়তে পারে লিওনেল মেসির দল।

এদিকে লেগানেসের মাঠে স্বাগতিক দর্শকরাও সফরকারী দলের সমর্থকদের উদ্দেশে করে আপত্তিজনক স্লোগান তোলেন বলে প্রমাণ করে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও লা লিগা কমিটি। বিশেষ করে খেলার চতুর্দশ ও ৭৩ মিনিটে। দর্শককাণ্ডে জরিমানা গুনতে হতে পারে লেগানেসকেও।