বাঙালী কণ্ঠ নিউজঃ ভেজা আউটফিল্ডের কারণে কক্সবাজারে ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। তবে দ্বিতীয় দিন পুরোদমেই খেলা হয়েছে। তৃতীয় দিন আবারও বৃষ্টি! বেরসিক বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে।
রোববার কক্সবাজার স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচ যে ড্র হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
দ্বিতীয় দিন টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা বিভাগ ২ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সেঞ্চুরির দেখা পান রনি তালুকদার (১০৬) ও সাইফ হাসান (১০৬)। এ ছাড়া রকিবুল হাসান ৪৫ ও আব্দুল মজিদ করেন ৩১ রান।
রোববার তৃতীয় দিনে সাইফ হাসান ও রকিবুল হাসানের ব্যাটিংয়ে নামার কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টিতে হোটেলবন্দী ছিলেন ক্রিকেটাররা। বেলা ৩টা ৩০ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।