বাঙালী কণ্ঠ নিউজঃ লিওঁকে হারিয়ে লিগ ওয়ানে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে পিএসজির। রোববার রাতে পিএসজির মাঠে প্রথমার্ধের খেলায় তেমন কোন কোনো উত্তেজনা লক্ষ করা যায়নি। নেইমারের আক্রমণের চেষ্টাও সফল হননি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলার গতি বেড়ে যায়।
খেলার ৬৭তম মিনিটের মাথায় ভাগ্য সহায় না থাকায় এগিয়ে যেতে পারেনি অতিথিরা। নদমবেলের দূরপাল্লার জোরালো শটে বল ক্রসবার কাঁপিয়ে ফিরে। দুই মিনিট পর কাছ থেকে মার্সেলোর হেড ঠেকিয়ে পিএসজির গোলরক্ষক আলফুঁস আরিওলা।
শেষের দিকে অর্থাৎ খেলার ৭৫তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসোর বাঁ দিক থেকে বারোনো বল কাভানি পা লাগিয়েছিলেন। এরপর বল মার্সেলোর গায়ে লেগে দূরের পোস্ট দিয়ে জালে ঢুকে যায়।
একটু পর ডি-বক্সে এমবাপেকে ফেলে দেয়ার পর কাভানির স্পটকিকের পেনাল্টি কিক ঠেকিয়ে ব্যবধান বাড়াতে দেননি লোপেস। কিন্তু ৮৫তম মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় লিওঁর।
টানা ছয় জয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ১৮। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।