বাঙালী কণ্ঠ নিউজঃ মাশরাফি বিন মোর্তজার পর এবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কসাকিব আল হাসানও। তার প্রার্থী হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তার নিজ আসন মাগুরা থেকেই তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন বলেও জানিয়েছেন মোস্তফা কামাল। অবশ্য এর আগে মাশরাফির সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি
পরিকল্পনামন্ত্রী বলেন, আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। এখন মাশরাফি, সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবে। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত।তিনি বলেন, আইসিসিতে এখন খারাপ লোকগুলো আর নেই, এটা আমাদের সবার বিজয়।