ঢাকা , সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিরাজকে ছাড়াই দেশ ছাড়লো টাইগাররা

বাঙালী কণ্ঠ নিউজঃ উইন্ডিজ সফরকে সামনে রেখে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করে। তবে দলের সাথে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের যাওয়া হয়নি। ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে গেছে তার সফর। একই সমস্যা জাতীয় দলের আরেক ক্রিকেটার আরিফুল হকেরও। তবে আরিফুল নেই উইন্ডিজ সিরিজের টেস্ট স্কোয়াডে। তবে এই স্কোয়াডে আছেন মিরাজ। আরিফুল তাই জটিলতা নিরসনের জন্য অনেক সময় পেলেও মিরাজের কপালে থাকছে দুশ্চিন্তার ভাঁজ।

২৩ জুন দিবাগত রাতে রওয়ানা হয়ে বাংলাদেশ দল প্রথম টেস্ট ও টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচের ভেন্যু অ্যান্টিগায় পৌঁছাবে ২৪ জুন। মাঝখানে ট্রানজিট হিসেবে ব্যবহৃত হবে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। এটি একটি কারণ, সেই সাথে টি-২০ সিরিজের জন্যও তাই সব খেলোয়াড়কে নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির ভিসা পাওয়া একটু কঠিনই। সেই কাঠিন্যই মিরাজকে ফেলেছে বিপাকে। উল্লেখ্য, তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

সমস্যা সমাধানে মিরাজকে যুক্তরাষ্ট্রের ট্রানজিট ভিসা নিতে হতে পারে। তবে তরুণ এই ক্রিকেটার যে বিমান ভ্রমণে দলের সঙ্গী হতে পারছেন না- এটি নিশ্চিত। এদিকে টাইগাররা বাংলাদেশ থেকে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই গেছে। সাকিব যে এখন নেই বাংলাদেশেই! তিনি ঈদ উল ফিতর যুক্তরাষ্ট্রে উদযাপন করতে ১২ জুন দিবাগত রাতে অনেকটা হুট করেই ঢাকা ত্যাগ করেন। ঈদের ছুটিতে অন্য খেলোয়াড়রাও পাড়ি জমান নিজ নিজ বাড়িতে।

তবে ঈদের ছুটি শেষ করে ২০ জুন থেকে আবারও একত্রিত হন উইন্ডিজ সফরের টেস্ট সিরিজের খেলোয়াড়েরা। নতুন কোচ স্টিভ রোডসের অধীনে শুরু হয় অনুশীলনও। তবে এতে অনুপস্থিত ছিলেন সাকিব। তার কারণ, সরাসরি যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যান্টিগায় যোগ দেবেন দলের সঙ্গে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পা রেখে আবারও উইন্ডিজে উড়াল দেওয়া একটু ঝক্কি-ঝামেলারই। এজন্যই হয়ত সাকিব যুক্তরাষ্ট্র থেকেই যোগ দেবেন দলের সঙ্গে। সেখান থেকে তিনি দলের সাথে যোগ দেবেন আগামী ২৬ জুন।

Tag :
আপলোডকারীর তথ্য

মিরাজকে ছাড়াই দেশ ছাড়লো টাইগাররা

আপডেট টাইম : ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ উইন্ডিজ সফরকে সামনে রেখে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করে। তবে দলের সাথে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের যাওয়া হয়নি। ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে গেছে তার সফর। একই সমস্যা জাতীয় দলের আরেক ক্রিকেটার আরিফুল হকেরও। তবে আরিফুল নেই উইন্ডিজ সিরিজের টেস্ট স্কোয়াডে। তবে এই স্কোয়াডে আছেন মিরাজ। আরিফুল তাই জটিলতা নিরসনের জন্য অনেক সময় পেলেও মিরাজের কপালে থাকছে দুশ্চিন্তার ভাঁজ।

২৩ জুন দিবাগত রাতে রওয়ানা হয়ে বাংলাদেশ দল প্রথম টেস্ট ও টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচের ভেন্যু অ্যান্টিগায় পৌঁছাবে ২৪ জুন। মাঝখানে ট্রানজিট হিসেবে ব্যবহৃত হবে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। এটি একটি কারণ, সেই সাথে টি-২০ সিরিজের জন্যও তাই সব খেলোয়াড়কে নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির ভিসা পাওয়া একটু কঠিনই। সেই কাঠিন্যই মিরাজকে ফেলেছে বিপাকে। উল্লেখ্য, তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

সমস্যা সমাধানে মিরাজকে যুক্তরাষ্ট্রের ট্রানজিট ভিসা নিতে হতে পারে। তবে তরুণ এই ক্রিকেটার যে বিমান ভ্রমণে দলের সঙ্গী হতে পারছেন না- এটি নিশ্চিত। এদিকে টাইগাররা বাংলাদেশ থেকে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই গেছে। সাকিব যে এখন নেই বাংলাদেশেই! তিনি ঈদ উল ফিতর যুক্তরাষ্ট্রে উদযাপন করতে ১২ জুন দিবাগত রাতে অনেকটা হুট করেই ঢাকা ত্যাগ করেন। ঈদের ছুটিতে অন্য খেলোয়াড়রাও পাড়ি জমান নিজ নিজ বাড়িতে।

তবে ঈদের ছুটি শেষ করে ২০ জুন থেকে আবারও একত্রিত হন উইন্ডিজ সফরের টেস্ট সিরিজের খেলোয়াড়েরা। নতুন কোচ স্টিভ রোডসের অধীনে শুরু হয় অনুশীলনও। তবে এতে অনুপস্থিত ছিলেন সাকিব। তার কারণ, সরাসরি যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যান্টিগায় যোগ দেবেন দলের সঙ্গে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পা রেখে আবারও উইন্ডিজে উড়াল দেওয়া একটু ঝক্কি-ঝামেলারই। এজন্যই হয়ত সাকিব যুক্তরাষ্ট্র থেকেই যোগ দেবেন দলের সঙ্গে। সেখান থেকে তিনি দলের সাথে যোগ দেবেন আগামী ২৬ জুন।