বাঙালী কণ্ঠ ডেস্কঃ জাতীয় দলের প্রধান কোচের চেয়ে তার সহকারীর বেতন বেশি। বিষয়টি বেমানান হলেও বাস্তবে তাই হচ্ছে দেশের ক্রিকেটে।
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর চেয়ে কয়েকগুণ বেশি বেতনে সাকিব-মিরাজদের স্পিন শেখানোর দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি কোচ ছিলেন শ্রীলংকান চন্ডিকা হাথুরুসিংহে। তিনি মাসিক ২৭ হাজার ৭২৩ ডলার বেতন পেতেন। জাতীয় দলের সাবেক এ কোচের পুরো এক মাসের বেতন মাত্র ৮ দিনে পাবেন ড্যানিয়েল ভেট্টোরি।
জাতীয় দলের বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর মাসিক বেতন ১৭ হাজার ১৪২ ডলার। তার সমান বেতন মাত্র ৫দিনে পাবেন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
প্রধান কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোকে দুই বছরের জন্য নিয়োগ দেয়ার আগেই নিয়োগ পান পেস ও স্পিন বোলিং কোচ। স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরি বিসিবির সঙ্গে ১০০ দিনের জন্য চুক্তিবদ্ধ হন।
বিসিবির একটি সূত্রে জানা যায় ভেট্টোরির দৈনিক বেতন পড়বে ৩ হাজার ৫০০ ডলারের বেশি। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন তিনি। চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের নভেম্বর পর্যন্ত এক বছর সময়ে মাত্র ১০০ দিনের চুক্তিতে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের এ সাবেক তারকা স্পিনার।
তবে সহকারী কোচের চেয়ে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর বেতন কম হলেও তার মন খারাপের কোনো কারণ নেই। তা কারণ তিনি টাইগারদের প্রধান কোচ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার কোচিং প্যানেলে থাকাবস্থায় মাসে ৮ হাজার ডলার বেতন পেতেন। সে তুলনায় বাংলাদেশে ১৭ হাজার ৭২৩ ডলার পাবেন। তার মানে তিনি আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেতন পাবেন।