ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের কারণে সহিংসতা হয় দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এর দায় কেন আমরা নিব?
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে বৈঠক শেষে মতিয়া চৌধুরী একথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার কাজ নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারি।
এর আগে শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে মতিয়া চৌধুরী ছাড়াও আরও যোগ দেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ড. অনুপম সেন, মাহবুবউল আলম হানিফ, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আফজাল হোসেন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, মাহবুবুল হক শাকিল, ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া প্রমুখ।