বাঙালী কণ্ঠ নিউজঃ হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, ‘ইতোমধ্যে আমরা পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি। মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট না থাকলে তেল না সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।’
এছাড়া রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ১২১টি বাস স্টপেজ নির্ধারণ করা হয়েছে। এসব স্টপেজ ছাড়া কোথাও বাস না থামানোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।