‘আমরা চাই, আপনি ২০০ বছর বাঁচুন। না হলে আমাদের কে দেখবে?’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে একথা বলেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে তিন বার নিরাপত্তা তল্লাসি চালানোর দাবি জানিয়ে রওশন এরশাদ
বলেন, প্রধানমন্ত্রীকে ত্রুটিপূর্ণ বিমানে কেন চড়ানো হল? ওই বিমানে নাকি আগেও সমস্যা হয়েছিল। নাটবল্টু ঢিলা করে সোনা চোরাচালান করা হয়েছিল।
পঁচাত্তর ট্রাজেডি তুলে ধরে রওশন বলেন, “জাতির পিতাকে হারানো একটা দুঃস্বপ্ন ছিল।”
রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে রওশন এরশাদ বলেন, সিরিয়ার শিশু আয়লান যখন সমুদ্রে পড়েছিল, তখন সারা বিশ্ব কথা বলেছিল। বিশ্বের সেই বিবেক এখন কোথায়? জাতিসংঘ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। আশ্চর্য লাগে। অং সান সু চি নোবেল লরিয়েট। তিনি চুপ করে আছেন। আরেকজন আছে ড. ইউনূস, তিনিও চুপ। হাজার হলেও রোহিঙ্গারা মানুষ। মানবিক দিক দেখতে হবে। প্রধানমন্ত্রী কীভাবে চিন্তা করবেন তিনি জানেন।