‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড পেলেন ৩৩ মা

সন্তানদের সুশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ সফল ৩৩ মাকে গতকাল মা দিবসে প্রদান করা হয়েছে আজাদ প্রোডাক্টস প্রবর্তিত ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৬’। এ বছর সাধারণ ক্যাটাগরিতে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড পেয়েছেন ২৫ জন আর বিশেষ ক্যাটাগরিতে আটজন মা পেয়েছেন রত্নগর্ভা মায়ের অ্যাওয়ার্ড। এ ছাড়াও ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ পুরস্কার  পেয়েছেন ড. এম এনামুল হক। রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে গতকাল দুপুরে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আরও বক্তব্য রাখেন সাবেক আইজিপি ড. এম এনামুল হক, সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান, সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন অধ্যক্ষ অনামিকা হক লিলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। আসাদুজ্জামান নূর বলেন, মায়েদের জাদুকরি ক্ষমতা রয়েছে। তারা সন্তানদের লালন করেন, বাবারা তেমন সময় দিতে পারেন না। সন্তান লালনে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। মায়েদের অনুরোধ করি, সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়তে তাদের সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করুন। মেহের আফরোজ চুমকি বলেন, সন্তানের কাছে মায়ের ভালোবাসার তুলনা হয় না। সন্তান মাদক বা জঙ্গিবাদে জড়িয়ে পড়ল কি না, এ বিষয়ে মায়েদের আরও সচেতন হতে হবে। সাধারণ ক্যাটাগরিতে রত্নগর্ভা মায়ের পুরস্কার পেয়েছেন ২৫ জন। তারা হলেন-মুক্তিযোদ্ধা জাকিয়া খানম, মেহেরুন্নেসা, আনোয়ারা বেগম, নাসরিন পারভিন, রাকিবা খানম, ফরিদা হোসেন, বেগম সামসুন নাহার, রাবেয়া রহমান, আনোয়ারা রহমান, বেগম রিজিয়া আলম, হাজেরা আক্তার, ফরিদা বেগম বেবী, রাধা দেওয়ানজি, আলম আরা বেগম, হাজী খুশনাহার বেগম, মাজেদা বেগম, রজিফা বেগম, দিলারা মেসবাহ, রাবেয়া খাতুন, সাধনা রানী চাকমা, গীতিকা পোদ্দার রেখা, বীণাপাণি ঘোষ, আনোয়ারা বেগম, বিলকিস আমিন এবং জাহানারা বেগম। বিশেষ ক্যাটাগরিতে আটজন রত্নগর্ভা মায়েরা হলেন-মোছা. রাবেয়া খাতুন, নিয়তি ভৌমিক, ফজিলতননেছা, আলহাজ ফরিদা আক্তার বেগম, হামিদা আক্তার খাতুন, রেণু রায়, রাশিদা বেগম এবং দীপিকা বড়ুয়া।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর