সারাবিশ্বে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ২ লাখ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ একদিনে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৮ হাজার ৫০০ জন। যদিও গত এক সপ্তাহের হিসেবে এটি একদিনে সবচেয়ে কম সংক্রমণের সংখ্যা। এক সপ্তাহে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ১৪ আগস্ট। সেদিন আক্রান্তের সংখ্যা ছিলো ২ লাখ ৮৮ হাজার ৬০০ জন।

আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪ হাজার ২০০ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে, ৫৪ হাজার জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪০ হাজার মানুষ। আর ব্রাজিলে ২৩ হাজার জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ভারতে, ৮৮০ জন। যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ৫৮৯ জন আর ব্রাজিলে ৭৭৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ২ কোটি ২০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর প্রাণ হারিয়েছে ৭ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর