অনুদানের ছবি দিয়ে শুটিংয়ে ফিরছেন সাইমন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই গুণী নির্মাতাদের ছবিতে অভিনয় করে আলোচিত হন চিত্রনায়ক সাইমন সাদিক। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

এবার সরকারি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত অর্থবছরে অনুদান পাওয়া এ ছবির নাম ‘দায়মুক্তি’। এটি পরিচালনা করবেন কমল সরকার।

১০ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে। এ ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছেন এ চিত্রনায়ক। এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘অভিনয়ে ফেরার জন্য অনেকদিন ধরেই প্রস্তুতি নিয়ে রেখেছি; কিন্তু নির্মাতারা যদি শুটিং শুরু না করেন তাহলে তো আমার কিছু করার নেই, তাই অপেক্ষায় আছি। প্রথমবার সরকারি অনুদানের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি।

বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। আমি এতে একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করব।’ এদিকে সাইমন অভিনীত ‘আনন্দ অশ্রু’, ‘নদীর বুকে চাঁদ’ ও ‘বাহাদুরী’ নামে তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আমার মা আমার বেহেশত’ এবং সাইদুল ইসলামের ‘গোপন সংকেত’ ছবি দুটির কাজ অসমাপ্ত রয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর