ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শুক্রবার সারাদেশে বিক্ষোভের ডাক

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলের নৃশংস হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী দলগুলো।

আজ বৃহস্পতিবার ইসলামী দলগুলোর অন্যতম শীর্ষ নেতা মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল সারাদেশে ও মসজিদে মসজিদে নামাজ শেষে বিক্ষোভ মিছিল করার জন্য ইমাম-খতিবদের প্রতি আহ্বান জানানো হয়। আগামী শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সর্বদলীয় গণমিছিল করা হবে। প্রতিদিন নিয়মিতভাবে ফজর নামাজের পর মসজিদে কুনুতে নাজেলা (মুসলমানরা বিশেষ কোনো বিপদে পড়লে মুক্তির দোয়া) পাঠ করার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী দলগুলোর সমন্বয়ক মুফতি ড. খলিলুর রহমান মাদানী, খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, আহকামে শরিয়া হেফাজত কমিটির সহসভাপতি ড. মুফতি আবু ইউছুফ খান, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির মাওলানা আজীজুর রহমান আজীজ, সহসভাপতি ছারছীনার আরিফ বিল্লাহ সিদ্দিকী, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতি মোহাম্মদ ইয়ামিন, খেলাফতে রব্বানির মহাসচিব মাওলানা লুৎফর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, উত্তরের সভাপতি ড. মওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ শহীদ আল্লাহ, কাজী জালাল উদ্দিন, জাহিদুর রহমান, জাতীয় খতিব পরিষদের মহাসচিব মুফতি কেফায়েত উল্লাহ, কওমি মুভমেন্টের মহাসচিব শফিকুল ইসলাম হাফেজী, ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা মুফতি সানাউল্লাহ প্রমুখ। বৈঠক শেষে বিশ্বের মজলুম জনতার জন্য বিশেষ দোয়া করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শুক্রবার সারাদেশে বিক্ষোভের ডাক

আপডেট টাইম : ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলের নৃশংস হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী দলগুলো।

আজ বৃহস্পতিবার ইসলামী দলগুলোর অন্যতম শীর্ষ নেতা মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল সারাদেশে ও মসজিদে মসজিদে নামাজ শেষে বিক্ষোভ মিছিল করার জন্য ইমাম-খতিবদের প্রতি আহ্বান জানানো হয়। আগামী শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সর্বদলীয় গণমিছিল করা হবে। প্রতিদিন নিয়মিতভাবে ফজর নামাজের পর মসজিদে কুনুতে নাজেলা (মুসলমানরা বিশেষ কোনো বিপদে পড়লে মুক্তির দোয়া) পাঠ করার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী দলগুলোর সমন্বয়ক মুফতি ড. খলিলুর রহমান মাদানী, খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, আহকামে শরিয়া হেফাজত কমিটির সহসভাপতি ড. মুফতি আবু ইউছুফ খান, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির মাওলানা আজীজুর রহমান আজীজ, সহসভাপতি ছারছীনার আরিফ বিল্লাহ সিদ্দিকী, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতি মোহাম্মদ ইয়ামিন, খেলাফতে রব্বানির মহাসচিব মাওলানা লুৎফর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, উত্তরের সভাপতি ড. মওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ শহীদ আল্লাহ, কাজী জালাল উদ্দিন, জাহিদুর রহমান, জাতীয় খতিব পরিষদের মহাসচিব মুফতি কেফায়েত উল্লাহ, কওমি মুভমেন্টের মহাসচিব শফিকুল ইসলাম হাফেজী, ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা মুফতি সানাউল্লাহ প্রমুখ। বৈঠক শেষে বিশ্বের মজলুম জনতার জন্য বিশেষ দোয়া করা হয়।