ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেলের নিরাপত্তায় এপিবিএন মোতায়েন

মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও অপরাধ দমনে কাজ করছে ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’। এবার ঈদকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের। চাঁদরাত পর্যন্ত এপিবিএন সদস্যরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা দেবেন।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মো. পারভেজ সোমবার রাতে যুগান্তরকে বলেন, ৪ এপ্রিল থেকে এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রথম দিন ৫০ জন সদস্য দায়িত্ব পালন করেন। সর্বশেষ সোমবার ৭০ সদস্য বিভিন্ন জোনে দায়িত্ব পালন করেছেন।

এদিকে সোমবার বিকালে এমআরটি পুলিশের প্রধান ডিআইজি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মেট্রোরেলে প্রতি স্টেশনে এমআরটি পুলিশ সদস্যরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দায়িত্ব পালন করছেন। ঈদ পর্যন্ত এবার এপিবিএন সদস্যদের মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। মূলত অতিরিক্ত নিরাপত্তার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মেট্রোরেলের নিরাপত্তায় এপিবিএন মোতায়েন

আপডেট টাইম : ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও অপরাধ দমনে কাজ করছে ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’। এবার ঈদকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের। চাঁদরাত পর্যন্ত এপিবিএন সদস্যরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা দেবেন।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মো. পারভেজ সোমবার রাতে যুগান্তরকে বলেন, ৪ এপ্রিল থেকে এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রথম দিন ৫০ জন সদস্য দায়িত্ব পালন করেন। সর্বশেষ সোমবার ৭০ সদস্য বিভিন্ন জোনে দায়িত্ব পালন করেছেন।

এদিকে সোমবার বিকালে এমআরটি পুলিশের প্রধান ডিআইজি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মেট্রোরেলে প্রতি স্টেশনে এমআরটি পুলিশ সদস্যরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দায়িত্ব পালন করছেন। ঈদ পর্যন্ত এবার এপিবিএন সদস্যদের মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। মূলত অতিরিক্ত নিরাপত্তার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।