ইমরান হাশমির প্রশংসায় পঞ্চমুখ প্রাচী

ইমরান হাশমির প্রশংসায় মুখর প্রাচী দেশাই। ইমরানই তাঁকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার টোটকা শিখিয়েছেন, স্বীকার করেছেন প্রাচী। সদ্য ইমরানের সঙ্গে ‘আজহার’ ছবিতে কাজ করেছেন।

এর আগে তাঁরা ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’এ জুটি বেঁধেছিলেন। ‘কোনও কিছুতেই ধৈর্য হারান না ইমরান। যে কোনও পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিতে হয়, সেটা আমি ওঁর থেকেই শিখেছি,’ বয়ান প্রাচীর। জানিয়েছেন, যতবারই টেক নেওয়ার কথা বলা হোক বা শ্যুটিংয়ের ব্যাপারে যত প্রশ্নই করা হোক, ইমরান একটুও রাগ করেন না।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর