বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে করোনার ভ্যাকসিন এলে সবার আগে কারা পাবেন এ বিষয়ে সরকারের কাছে একটি নীতিমালা দাখিল করেছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি। নীতিমালায় ভ্যাকসিন সংরক্ষণ, পরিবহণ ও বিতরণ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির দেয়া পরামর্শ অনুযায়ী, দেশে ভ্যাকসিন এলে তা সবার আগে পাবেন স্বাস্থ্যকর্মীরা। এরপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যারা সরাসরি জনগনের সেবায় নিয়োজিত তাদের দেয়া হবে।
এ বিষয়ে কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ভ্যাকসিন আনলেই হবে না, এর ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদের প্রথম দেয়া হবে, কারা দিবেন, সংরক্ষণ ও পরিবহন কীভাবে করা হবে সেগুলো পরিকল্পনায় থাকা জরুরি।
কমিটির পরামর্শ অনুযায়ী, ভ্যাকসিন আইনশৃঙ্খলা বাহিনীর পর যেসব শিশু দীর্ঘ সময় বাড়িতে আছে তাদের দেয়া হবে। তারপর অগ্রাধিকার পাবেন ৬৫ বছরের উপরের বয়স্করা। পর্যায়ক্রমে বাকিরাও টিকার আওতায় আসবেন।
মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, টিকাদান কর্মীর সমস্যা হবে না। আমাদের একবারে সাড়ে পাঁচ কোটি হাম রুবেলার টিকা দেয়ার অভিজ্ঞতা আছে। আড়াই লাখেরও বেশি কর্মী আছে। আরো প্রশিক্ষণ দেয়া হচ্ছে।