ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধান্ত বদল…

শিডিউল জটিলতার কারণে আরিফিন শুভ কলকাতার পরিচালক রবি কিনাগির ‘ওলট-পালট’ ছবিটি করতে চাননি। তবে এখন ভিন্ন কথা বললেন তিনি। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তার সঙ্গে শিডিউল মিলিয়েছে। ঈদের পর থেকে শুভ তাদের এ ছবির জন্য নতুন শিডিউল দিয়েছেন বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন শুভ। তিনি বলেন, আমার সঙ্গে শিডিউল সমস্যা হচ্ছিল। তারা হঠাৎ করে ২২ মে এর জায়গায় ২৯ মে নিয়ে যায় শিডিউল, এরপর আবারো পিছিয়ে জুলাইয়ে। তখন আমি ছবিটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন আবার শিডিউল মিলিয়েছে। আমিও সিদ্ধান্ত বদল করেছি। এদিকে শুভ জুনে নতুন একটি ছবির শুটিং করবেন। এতে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়ে তারপর সবকিছু জানাতে চান তিনি। ‘ওলট পালট’ পরিচালনা করছেন কলকাতার রবি কিনাগি। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন প্রসেনজিৎ চ্যার্টাজি। এতে আরো অভিনয় করছেন কলকাতার সোহম, যিশু সেনগুপ্ত, তনুশ্রী এবং ঢাকার বিদ্যা সিনহা মিম ও পিয়া বিপাশা। ছটি প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট। উল্লেখ্য, শুভ অভিনীত সবশেষ প্রেক্ষাগৃহে শামীম আহমেদ রনীর ‘ধেৎতেরিকি’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া। আর সামনে তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি পাবে। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সিদ্ধান্ত বদল…

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭

শিডিউল জটিলতার কারণে আরিফিন শুভ কলকাতার পরিচালক রবি কিনাগির ‘ওলট-পালট’ ছবিটি করতে চাননি। তবে এখন ভিন্ন কথা বললেন তিনি। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তার সঙ্গে শিডিউল মিলিয়েছে। ঈদের পর থেকে শুভ তাদের এ ছবির জন্য নতুন শিডিউল দিয়েছেন বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন শুভ। তিনি বলেন, আমার সঙ্গে শিডিউল সমস্যা হচ্ছিল। তারা হঠাৎ করে ২২ মে এর জায়গায় ২৯ মে নিয়ে যায় শিডিউল, এরপর আবারো পিছিয়ে জুলাইয়ে। তখন আমি ছবিটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন আবার শিডিউল মিলিয়েছে। আমিও সিদ্ধান্ত বদল করেছি। এদিকে শুভ জুনে নতুন একটি ছবির শুটিং করবেন। এতে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়ে তারপর সবকিছু জানাতে চান তিনি। ‘ওলট পালট’ পরিচালনা করছেন কলকাতার রবি কিনাগি। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন প্রসেনজিৎ চ্যার্টাজি। এতে আরো অভিনয় করছেন কলকাতার সোহম, যিশু সেনগুপ্ত, তনুশ্রী এবং ঢাকার বিদ্যা সিনহা মিম ও পিয়া বিপাশা। ছটি প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট। উল্লেখ্য, শুভ অভিনীত সবশেষ প্রেক্ষাগৃহে শামীম আহমেদ রনীর ‘ধেৎতেরিকি’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া। আর সামনে তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি পাবে। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহি।