ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ভুয়া ভিডিও শনাক্ত: বাংলাফ্যাক্ট নেতানিয়াহুর আচরণে বিরক্ত ট্রাম্প, বিশ্বাসঘাতকতার আঁচ পাচ্ছেন ৬ জুলাই: বিক্ষোভে উত্তাল দেশ, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য জামায়াতের দখলে: গয়েশ্বর আ. লীগ নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা বিএনপি নেতা মালিকের টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে নারী পর্যটক

সিদ্ধান্ত বদল…

শিডিউল জটিলতার কারণে আরিফিন শুভ কলকাতার পরিচালক রবি কিনাগির ‘ওলট-পালট’ ছবিটি করতে চাননি। তবে এখন ভিন্ন কথা বললেন তিনি। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তার সঙ্গে শিডিউল মিলিয়েছে। ঈদের পর থেকে শুভ তাদের এ ছবির জন্য নতুন শিডিউল দিয়েছেন বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন শুভ। তিনি বলেন, আমার সঙ্গে শিডিউল সমস্যা হচ্ছিল। তারা হঠাৎ করে ২২ মে এর জায়গায় ২৯ মে নিয়ে যায় শিডিউল, এরপর আবারো পিছিয়ে জুলাইয়ে। তখন আমি ছবিটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন আবার শিডিউল মিলিয়েছে। আমিও সিদ্ধান্ত বদল করেছি। এদিকে শুভ জুনে নতুন একটি ছবির শুটিং করবেন। এতে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়ে তারপর সবকিছু জানাতে চান তিনি। ‘ওলট পালট’ পরিচালনা করছেন কলকাতার রবি কিনাগি। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন প্রসেনজিৎ চ্যার্টাজি। এতে আরো অভিনয় করছেন কলকাতার সোহম, যিশু সেনগুপ্ত, তনুশ্রী এবং ঢাকার বিদ্যা সিনহা মিম ও পিয়া বিপাশা। ছটি প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট। উল্লেখ্য, শুভ অভিনীত সবশেষ প্রেক্ষাগৃহে শামীম আহমেদ রনীর ‘ধেৎতেরিকি’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া। আর সামনে তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি পাবে। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ভুয়া ভিডিও শনাক্ত: বাংলাফ্যাক্ট

সিদ্ধান্ত বদল…

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭

শিডিউল জটিলতার কারণে আরিফিন শুভ কলকাতার পরিচালক রবি কিনাগির ‘ওলট-পালট’ ছবিটি করতে চাননি। তবে এখন ভিন্ন কথা বললেন তিনি। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তার সঙ্গে শিডিউল মিলিয়েছে। ঈদের পর থেকে শুভ তাদের এ ছবির জন্য নতুন শিডিউল দিয়েছেন বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন শুভ। তিনি বলেন, আমার সঙ্গে শিডিউল সমস্যা হচ্ছিল। তারা হঠাৎ করে ২২ মে এর জায়গায় ২৯ মে নিয়ে যায় শিডিউল, এরপর আবারো পিছিয়ে জুলাইয়ে। তখন আমি ছবিটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন আবার শিডিউল মিলিয়েছে। আমিও সিদ্ধান্ত বদল করেছি। এদিকে শুভ জুনে নতুন একটি ছবির শুটিং করবেন। এতে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়ে তারপর সবকিছু জানাতে চান তিনি। ‘ওলট পালট’ পরিচালনা করছেন কলকাতার রবি কিনাগি। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন প্রসেনজিৎ চ্যার্টাজি। এতে আরো অভিনয় করছেন কলকাতার সোহম, যিশু সেনগুপ্ত, তনুশ্রী এবং ঢাকার বিদ্যা সিনহা মিম ও পিয়া বিপাশা। ছটি প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট। উল্লেখ্য, শুভ অভিনীত সবশেষ প্রেক্ষাগৃহে শামীম আহমেদ রনীর ‘ধেৎতেরিকি’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া। আর সামনে তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি পাবে। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহি।