ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছিলেন নার্গিস, হয়ে গেলেন ক্যাটরিনা!

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  ছিল রুমাল, হয়ে গেল বিড়াল’, খবরের শিরোনাম দেখে যেন ঠিক এই কথাটাই মনে আসবে অনেকের৷ আসলে এমন একটি শিরোনামের পেছনে যে গল্প রয়েছে তা সত্যি বেশ মজার, যা জানা গেল অভিনেত্রী নার্গিস ফাকরির একটি টুইট থেকে৷ এক অনুরাগী নার্গিসকে মনে করে বসলেন ক্যাটরিনা৷

ঘটনাটি হল ঠিক এইরকম- এক ব্যক্তি নার্গিসকে দেখে তাকে ক্যাটরিনা মনে করে তার ছবি তুলতে চান৷ কিন্তু নায়িকা ব্যাপারটি জেনে একেবারেই না রেগে বরঞ্চ উল্টো তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ক্যাটরিনা নন৷ তবে এখানেই শেষ নয়৷ কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, নাছোড়বান্দা সেই ব্যক্তি এর পরে বলে বসেন, এটা কোনও ব্যাপারই নয়, তিনি নার্গিসের ছবি তুলবেন কারণ নার্গিস দেখতে ক্যাটরিনার মতোই সুন্দরী৷

এরপর সেই ব্যক্তিকে নার্গিস কি বলেছেন তা জানা যায়নি। কিন্ত অভিনেত্রী এই ছোট্ট ঘটনাটি মজার ছলেই টুইট করেন শনিবার সকালে৷

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ছিলেন নার্গিস, হয়ে গেলেন ক্যাটরিনা!

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  ছিল রুমাল, হয়ে গেল বিড়াল’, খবরের শিরোনাম দেখে যেন ঠিক এই কথাটাই মনে আসবে অনেকের৷ আসলে এমন একটি শিরোনামের পেছনে যে গল্প রয়েছে তা সত্যি বেশ মজার, যা জানা গেল অভিনেত্রী নার্গিস ফাকরির একটি টুইট থেকে৷ এক অনুরাগী নার্গিসকে মনে করে বসলেন ক্যাটরিনা৷

ঘটনাটি হল ঠিক এইরকম- এক ব্যক্তি নার্গিসকে দেখে তাকে ক্যাটরিনা মনে করে তার ছবি তুলতে চান৷ কিন্তু নায়িকা ব্যাপারটি জেনে একেবারেই না রেগে বরঞ্চ উল্টো তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ক্যাটরিনা নন৷ তবে এখানেই শেষ নয়৷ কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, নাছোড়বান্দা সেই ব্যক্তি এর পরে বলে বসেন, এটা কোনও ব্যাপারই নয়, তিনি নার্গিসের ছবি তুলবেন কারণ নার্গিস দেখতে ক্যাটরিনার মতোই সুন্দরী৷

এরপর সেই ব্যক্তিকে নার্গিস কি বলেছেন তা জানা যায়নি। কিন্ত অভিনেত্রী এই ছোট্ট ঘটনাটি মজার ছলেই টুইট করেন শনিবার সকালে৷