বাঙালী কণ্ঠ ডেস্কঃ ডেভিড ধাওয়ানের জড়ুয়া-২ মুক্তি পেতে আরও অনেক দেরি। ভক্তরা এতােদিন ছবিটিতে বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজের রসায়ন উপভোগ করার অপেক্ষাই ছিলো। কিন্তু তার আগেই আলোচনায় এসেছেন জ্যাকুলিন।
সম্প্রতি কসমোপলিটান ম্যাগাজিনের জন্য ছবি তুলেছেন জ্যাকুলিন। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর তা নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। ১ জুলাই পোস্ট করা ওই ছবিতে তাকে টপলেস অবস্থায় দেখা যাচ্ছে।
আর এই ছবির কারণে ভক্তরা তাকে প্রশংসা করলেও কেউ কেউ এর সমালোচনাও করছেন। কারণ, এর আগে কেউ জ্যাকুলিনের এমন ছবি দেখেনি বলেই দাবি করছেন।
জ্যাকুলিন ফার্নান্দেজ জড়ুয়া-২ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। এছাড়া ‘জেন্টলম্যান’ ও ড্রাইভ নামে আরও দুটি ছবিতে কাজ করছেন বলে জানা গেছে।