বাঙালী কণ্ঠ ডেস্কঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে একক নাটক ‘ক্যামেলিয়া’। এতে ক্যামেলিয়া চরিত্রটি রূপায়ন করেছেন সাবিলা নূর। নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ।
নাটকের গল্প প্রসঙ্গে আশফাক নিপুণ জানিয়েছেন, নবীন এলাকার খুব ডাকসাঁইটে ক্রিকেট খেলোয়াড়। মহল্লায় তার ভালোই ফ্যান ফলোয়ার আছে। একদিন বাসে করে যাওয়ার পথে দেখতে পায়, এক সুন্দরী অষ্টাদশী বাসে চড়ে ছোট ভাইকে নিয়ে যাচ্ছে। নবীনের ভালো লেগে যায় মেয়েটিকে। মেয়েটির খাতায় নাম লেখা কমলা কিন্তু ফেসবুকে তন্নতন্ন করেও কমলা নামে কাউকে খুঁজে পায়না নবীন। অগত্যা পরদিন একই বাসে চেপে বসে সেই মেয়েটির জন্য। দেখতে পায় মেয়েটিও আছে ছোট ভাইকে নিয়ে। একটু উঁকিঝুঁকি মারতেই দেখতে পায় মেয়েটির ফেসবুক নাম ক্যামেলিয়া। এভাবেই এগিয়েছে নাটকটির কাহিনি।