ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক বেশ জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করা হচ্ছে। নতুন এ বাইক ভারতে লঞ্চ হয়েছে।

হোন্ডার এবারের বাইকের মডেল নম্বর হচ্ছে,- CB500X. অ্যাডভেঞ্চার প্রেমীদের নজর কাড়তেই নিয়ে আসা হয়েছে এই নতুন মডেলের বাইকটি।

লাল ও কালো রঙে পাওয়া যাবে এই বাইকটি। এটির দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রার ৬,৮৭,৩৮৬ রুপি।

Byke

হোন্ডা কর্তৃপক্ষ দাবি করেছে লং ড্রাইভের জন্য CB500X-এই মডেলটি বেশ ভালো। এতে রয়েছে full-LED lighting, 181 mm of ground clearance এর সঙ্গে 8-valve, liquid-cooled, 471 cc, parallel-twin cylinder engine.

৪৭ বিএইচপিতে ৮,৫০০ rpm এবং ৪৩.২ এনএম উৎপন্ন করে ঝড়ের গতিতে ছুটে যাবে Honda CB500X. এই বাইকে থাকছে slipper clutch. প্যাটেল স্টাইলে রয়েছে anti-lock braking system.

হোন্ডা কৃর্তৃপক্ষ জানিয়েছে ডায়ামন্ড কাটিংয়ে তৈরি Honda CB500X- এই মডেলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক

আপডেট টাইম : ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক বেশ জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করা হচ্ছে। নতুন এ বাইক ভারতে লঞ্চ হয়েছে।

হোন্ডার এবারের বাইকের মডেল নম্বর হচ্ছে,- CB500X. অ্যাডভেঞ্চার প্রেমীদের নজর কাড়তেই নিয়ে আসা হয়েছে এই নতুন মডেলের বাইকটি।

লাল ও কালো রঙে পাওয়া যাবে এই বাইকটি। এটির দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রার ৬,৮৭,৩৮৬ রুপি।

Byke

হোন্ডা কর্তৃপক্ষ দাবি করেছে লং ড্রাইভের জন্য CB500X-এই মডেলটি বেশ ভালো। এতে রয়েছে full-LED lighting, 181 mm of ground clearance এর সঙ্গে 8-valve, liquid-cooled, 471 cc, parallel-twin cylinder engine.

৪৭ বিএইচপিতে ৮,৫০০ rpm এবং ৪৩.২ এনএম উৎপন্ন করে ঝড়ের গতিতে ছুটে যাবে Honda CB500X. এই বাইকে থাকছে slipper clutch. প্যাটেল স্টাইলে রয়েছে anti-lock braking system.

হোন্ডা কৃর্তৃপক্ষ জানিয়েছে ডায়ামন্ড কাটিংয়ে তৈরি Honda CB500X- এই মডেলটি।