ঢাকা , রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় গোঁড়ামিকে উপেক্ষা করে ইরান এয়ারের সিইও এই নারী

বাঙালী কণ্ঠ নিউজঃ  ইরান এমন একটি দেশ যেখানে মহিলাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হয়। এমনকি তারা কে কি করবে সেটিও ঠিক করে দেওয়া হয়। কঠোর আইনকানুনের মধ্যে রাখা হয়ে থাকে তাদেরকে। কিন্তু এই সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে নজির গড়েছেন ফারজানেহ।

ধর্মীয় গোঁড়ামিকে কার্যত উপেক্ষা করে তিনি আজ ইরান এয়ারের সিইও। ফারজানেহ সর্বপ্রথম মহিলা যাকে ইরান এয়ারের সিইও পদে নিয়োগ করা হল। এমনকি তিনিই প্রথম মহিলা যিনি এরোস্পেসে পিএইচডি করেছেন। এতদিন ইরান এয়ার রিসার্চ বিভাগের সিইও পদের দায়িত্ব সামলেছেন ফারহাদ।

ফারজানেহ সেই সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে আজ দেশের মুখ উজ্জ্বল করেছেন। এর পাশাপাশি দেশের মহিলাদেরকেও কাজের প্রতি যে উৎসাহ যুগিয়েছেন সেটি বলাই যায়। সেক্ষেত্রে ফারজানেহ শরফবাফি আজ ইরানের নারীশক্তির প্রতীক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় গোঁড়ামিকে উপেক্ষা করে ইরান এয়ারের সিইও এই নারী

আপডেট টাইম : ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  ইরান এমন একটি দেশ যেখানে মহিলাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হয়। এমনকি তারা কে কি করবে সেটিও ঠিক করে দেওয়া হয়। কঠোর আইনকানুনের মধ্যে রাখা হয়ে থাকে তাদেরকে। কিন্তু এই সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে নজির গড়েছেন ফারজানেহ।

ধর্মীয় গোঁড়ামিকে কার্যত উপেক্ষা করে তিনি আজ ইরান এয়ারের সিইও। ফারজানেহ সর্বপ্রথম মহিলা যাকে ইরান এয়ারের সিইও পদে নিয়োগ করা হল। এমনকি তিনিই প্রথম মহিলা যিনি এরোস্পেসে পিএইচডি করেছেন। এতদিন ইরান এয়ার রিসার্চ বিভাগের সিইও পদের দায়িত্ব সামলেছেন ফারহাদ।

ফারজানেহ সেই সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে আজ দেশের মুখ উজ্জ্বল করেছেন। এর পাশাপাশি দেশের মহিলাদেরকেও কাজের প্রতি যে উৎসাহ যুগিয়েছেন সেটি বলাই যায়। সেক্ষেত্রে ফারজানেহ শরফবাফি আজ ইরানের নারীশক্তির প্রতীক।