ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি

বাঙালী কণ্ঠ নিউজঃ  বর্তমান সময়ে ছোটপর্দার ব্যস্ত মডেল অভিনেত্রী তাসনোভা এলভিন। নাটক, টেলিফিল্মের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের কাজেও তিনি অনন্য। ইমেল হকের ওয়েলকাম ক্লাব, এসএ হক অলিকের হসপিটাল, নাজনীন চুমকির তিলোত্তমা, আল হাজেনের অলসপুরসহ শূন্যতায় ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি। শিগগিরই কাজ শুরু করবেন চ্যানেল আইয়ের জন্য নতুন একটি ধারাবাহিকে। গেল ঈদে অন্যদের তুলনায় অনেক কম কাজ করেছেন এই মডেল অভিনেত্রী। তবে আগামী ঈদের জন্য ইতোমধ্যে খাইরুল আলম পাপনের পরিচালনায় একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন এলভিন। এ সম্পর্কে তাসনোভা এলভিন বলেন, ‘এ বছর বিয়ে করেছি। তাই বিয়ের বছর ইচ্ছা করেই কম কাজ করেছি। নতুন সংসার গুছিয়ে নিতেই কম কাজ করছি। আমি চাই পরিবারকে সময় দিতে। এখন নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। তাই আগামী ঈদে বেশকিছু কাজ করব। তবে সংখ্যার চেয়ে ভালো কাজের দিকে আমার নজর বেশি। গত বছরগুলোতে আমি অনেক কাজ করেছি। চলতি বছর থেকে বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি।’ সম্প্রতি প্রাণ আরএফএলের নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন এলভিন। এরই মধ্যে বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এছাড়া সম্প্রতি প্রকাশ পেয়েছে রিয়াদ আশরাফের গাওয়া একটি গানের মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন এলভিন। এখানে তার বিপরীতে কাজ করেছেন শামীম হাসান সরকার। এটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান। যদিও এলভিন সংগীত শিল্পী হূদয় খানের গানে প্রথম মডেল হয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও এখনও প্রকাশিত হয়নি। ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও চলচ্চিত্রে কাজের প্রতি রয়েছে এলভিনের দুর্বলতা। চলচ্চিত্র সম্পর্কে তিনি বলেন, ‘সিনেমা করার ইচ্ছা আছে। তবে তথাকথিত বাণিজ্যিক ধারার সিনেমায় কাজ করার ইচ্ছা নেই। ভালো গল্প ভালো পরিচালক এবং যে সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখা যাবে এমন কিছু পেলে অবশ্যই কাজের আপত্তি নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি

আপডেট টাইম : ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  বর্তমান সময়ে ছোটপর্দার ব্যস্ত মডেল অভিনেত্রী তাসনোভা এলভিন। নাটক, টেলিফিল্মের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের কাজেও তিনি অনন্য। ইমেল হকের ওয়েলকাম ক্লাব, এসএ হক অলিকের হসপিটাল, নাজনীন চুমকির তিলোত্তমা, আল হাজেনের অলসপুরসহ শূন্যতায় ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি। শিগগিরই কাজ শুরু করবেন চ্যানেল আইয়ের জন্য নতুন একটি ধারাবাহিকে। গেল ঈদে অন্যদের তুলনায় অনেক কম কাজ করেছেন এই মডেল অভিনেত্রী। তবে আগামী ঈদের জন্য ইতোমধ্যে খাইরুল আলম পাপনের পরিচালনায় একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন এলভিন। এ সম্পর্কে তাসনোভা এলভিন বলেন, ‘এ বছর বিয়ে করেছি। তাই বিয়ের বছর ইচ্ছা করেই কম কাজ করেছি। নতুন সংসার গুছিয়ে নিতেই কম কাজ করছি। আমি চাই পরিবারকে সময় দিতে। এখন নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। তাই আগামী ঈদে বেশকিছু কাজ করব। তবে সংখ্যার চেয়ে ভালো কাজের দিকে আমার নজর বেশি। গত বছরগুলোতে আমি অনেক কাজ করেছি। চলতি বছর থেকে বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি।’ সম্প্রতি প্রাণ আরএফএলের নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন এলভিন। এরই মধ্যে বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এছাড়া সম্প্রতি প্রকাশ পেয়েছে রিয়াদ আশরাফের গাওয়া একটি গানের মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন এলভিন। এখানে তার বিপরীতে কাজ করেছেন শামীম হাসান সরকার। এটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান। যদিও এলভিন সংগীত শিল্পী হূদয় খানের গানে প্রথম মডেল হয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও এখনও প্রকাশিত হয়নি। ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও চলচ্চিত্রে কাজের প্রতি রয়েছে এলভিনের দুর্বলতা। চলচ্চিত্র সম্পর্কে তিনি বলেন, ‘সিনেমা করার ইচ্ছা আছে। তবে তথাকথিত বাণিজ্যিক ধারার সিনেমায় কাজ করার ইচ্ছা নেই। ভালো গল্প ভালো পরিচালক এবং যে সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখা যাবে এমন কিছু পেলে অবশ্যই কাজের আপত্তি নেই।