ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবারো পতিতা হলেন অপর্ণা ঘোষ

বাঙালি কণ্ঠ নিউজঃ  দীপু হাজরার পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মালতী’। আর এতেই মালতী নামে পতিতা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপর্ণা ঘোষকে। নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। এতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন- মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, মাহবুব অনুভব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন, নিশু প্রমুখ।

এ নাটকটি প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘মৃত্তিকা মায়া’ ছবিতেও আমি একই চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু এখানকার গল্প একেবারে অন্যরকম। স্পর্শকাতর!’ নাট্য নির্মাতা দীপু হাজরা জানান, আসছে ঈদে ‘মালতী’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের কথা রয়েছে।

উল্লেখ্য, এর গল্পে দেখা যাবে, মালতী একজন যৌনকর্মী, সৎ মায়ের ঘরে সে বেড়ে ওঠে। সংসারে উপার্জনের কোনো সদস্য নেই। তাই সুন্দর, স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে নাম লেখান অন্ধকার জীবনে। কোনো এক ঘটনায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বাসায়। সেখানে গিয়ে মালতী দেখতে পান একজন পাগলকে। মালতি প্রশ্ন করলে পাগলটির বাবা বলেন, তার ছেলেটি একটি মেয়েকে ভালোবাসত। যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দেবে কিন্তু তাকে কয়েক মাসের জন্য তাকে সঙ্গ দিতে হবে।

এদিকে সম্রাট নামের একজন মালতীকে ভালোবাসে। মালতীর জন্য সব কিছু করতে পারে সে। এখন কী করবে মালতী? এভাবে এগোতে থাকে ‘মালতী’র গল্প।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আবারো পতিতা হলেন অপর্ণা ঘোষ

আপডেট টাইম : ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭

বাঙালি কণ্ঠ নিউজঃ  দীপু হাজরার পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মালতী’। আর এতেই মালতী নামে পতিতা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপর্ণা ঘোষকে। নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। এতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন- মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, মাহবুব অনুভব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন, নিশু প্রমুখ।

এ নাটকটি প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘মৃত্তিকা মায়া’ ছবিতেও আমি একই চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু এখানকার গল্প একেবারে অন্যরকম। স্পর্শকাতর!’ নাট্য নির্মাতা দীপু হাজরা জানান, আসছে ঈদে ‘মালতী’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের কথা রয়েছে।

উল্লেখ্য, এর গল্পে দেখা যাবে, মালতী একজন যৌনকর্মী, সৎ মায়ের ঘরে সে বেড়ে ওঠে। সংসারে উপার্জনের কোনো সদস্য নেই। তাই সুন্দর, স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে নাম লেখান অন্ধকার জীবনে। কোনো এক ঘটনায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বাসায়। সেখানে গিয়ে মালতী দেখতে পান একজন পাগলকে। মালতি প্রশ্ন করলে পাগলটির বাবা বলেন, তার ছেলেটি একটি মেয়েকে ভালোবাসত। যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দেবে কিন্তু তাকে কয়েক মাসের জন্য তাকে সঙ্গ দিতে হবে।

এদিকে সম্রাট নামের একজন মালতীকে ভালোবাসে। মালতীর জন্য সব কিছু করতে পারে সে। এখন কী করবে মালতী? এভাবে এগোতে থাকে ‘মালতী’র গল্প।