ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাত অতিরিক্ত ও যুগ্ম সচিবের উপজেলা বাজিতপুর

তৃতীয়বারের মতো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) ডিআইজি ও বৃহত্তম ময়মনসিংহ সমিতির মহাসচিব মোহাম্মদ হারুন অর রশীদ। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন খান ব্রাদার্স গ্রুপের মালিক শিল্পপতি তোফায়েল কবির খান। আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

শনিবারে নরসিংদীর হেরিটেজ রিসোর্ট অডিটোরিয়ামে কিশোরগঞ্জ জেলা সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে সর্বসম্মতভাবে সভাপতি ও মহাসচিবকে মনোনীত করা হয়।

এদিকে ঢাকাস্থ বিপুলসংখ্যক কিশোরগঞ্জ বাসীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে দুপুরে সাধারণ সভা শুরু হয়। কিশোরগঞ্জ জেলা সমিতির বর্তমান সভাপতি ডিআইজি হারুন অর রশিদের সভাঅতিত্বে সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জ -৪ এর সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি  ইঞ্জিনিয়ার মো. ইউসুফ,জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইসরোফ হুসেন, বিশিষ্ট শিল্পপতি তোফায়েল কবির খান সহ অনেকে উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় নির্বাচন কমিশনের প্রধান বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন নির্বাচন পরিচালনা করেন। এতে সর্বসম্মতিভাবে ডিআইজি হারুন অর রশিদকে সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি তোফায়েল কবির খানকে মহাসচিব নির্বাচিত করা হয়।

পরে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জবাসীরা এ সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে সকাল থেকে কিশোরগঞ্জ সমিতির সদস্যরা পরিবার নিয়ে হেরিটেজ রিসোর্টে বিভিন্ন রাইড ও প্রাকৃতিক কৃত্রিমভাবে তৈরি সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করে। শেষের দিকে অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে লটারি খেলা অংশগ্রহণ করেন।

মোহাম্মদ হারুন অর রশীদের জন্ম কিশোরগঞ্জ জেলা মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও এমএসএস করেন। পুলিশের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক’-বিপিএম ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’-পিপিএম পেয়েছেন পাঁচবার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাত অতিরিক্ত ও যুগ্ম সচিবের উপজেলা বাজিতপুর

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

তৃতীয়বারের মতো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) ডিআইজি ও বৃহত্তম ময়মনসিংহ সমিতির মহাসচিব মোহাম্মদ হারুন অর রশীদ। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন খান ব্রাদার্স গ্রুপের মালিক শিল্পপতি তোফায়েল কবির খান। আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

শনিবারে নরসিংদীর হেরিটেজ রিসোর্ট অডিটোরিয়ামে কিশোরগঞ্জ জেলা সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে সর্বসম্মতভাবে সভাপতি ও মহাসচিবকে মনোনীত করা হয়।

এদিকে ঢাকাস্থ বিপুলসংখ্যক কিশোরগঞ্জ বাসীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে দুপুরে সাধারণ সভা শুরু হয়। কিশোরগঞ্জ জেলা সমিতির বর্তমান সভাপতি ডিআইজি হারুন অর রশিদের সভাঅতিত্বে সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জ -৪ এর সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি  ইঞ্জিনিয়ার মো. ইউসুফ,জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইসরোফ হুসেন, বিশিষ্ট শিল্পপতি তোফায়েল কবির খান সহ অনেকে উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় নির্বাচন কমিশনের প্রধান বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন নির্বাচন পরিচালনা করেন। এতে সর্বসম্মতিভাবে ডিআইজি হারুন অর রশিদকে সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি তোফায়েল কবির খানকে মহাসচিব নির্বাচিত করা হয়।

পরে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জবাসীরা এ সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে সকাল থেকে কিশোরগঞ্জ সমিতির সদস্যরা পরিবার নিয়ে হেরিটেজ রিসোর্টে বিভিন্ন রাইড ও প্রাকৃতিক কৃত্রিমভাবে তৈরি সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করে। শেষের দিকে অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে লটারি খেলা অংশগ্রহণ করেন।

মোহাম্মদ হারুন অর রশীদের জন্ম কিশোরগঞ্জ জেলা মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও এমএসএস করেন। পুলিশের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক’-বিপিএম ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’-পিপিএম পেয়েছেন পাঁচবার।