বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাট্যদল থিয়েটারের সাড়া জাগানো প্রযোজনা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন।
পায়ের আওয়াজ পাওয়া যায় দক্ষিণ কোরিয়া ও ভারতে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। ১৯৮৭ সালের ২৫ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে একটি বিশেষ প্রদর্শনী হয়। ১৯৯০ সালের ২৩ মার্চ হয় শততম প্রদর্শনী।
এছাড়া প্রচার হয় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। চার দশকে ৭০ জন অভিনেতা-অভিনেত্রী বিভিন্ন পর্যায়ে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-এ অভিনয় করেন।