বাঙালী কণ্ঠ নিউজঃ ভালোবাসা নিয়ে গল্পের শেষ নেই। দুইটি মানুষের মন দেয়া-নেয়াকে নিয়ে কত গল্পই রচিত হয়। কত কাঠখড় পোহাতে হয় প্রেমিক-প্রেমিকাকে। ভালোবাসা সম্পর্কটিই অদ্ভুত। এ অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অনুতপ্ত অনুভূতি’।
সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকের গল্পে দেখা যাবে, পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার আগে পিয়া বাবা-মায়ের ইচ্ছায় নিজের ভালোবাসা আরিয়ানকে ভুলে সৈকত নামের একজনকে বিয়ে করতে বাধ্য হয়। বেশ কয়েক বছর পর আরিয়ান বন্ধুর বউকে এরারপোর্টে আনতে গিয়ে চমকে যায়। একদিন তার ভালোবাসার মানুষ ছিল সে। পিয়াকেই সৈকত বিয়ে করেছে জানতে পারে।
আরিয়ানকে দেখে চমকে যায় পিয়াও। এরপর দুইজন অতীতের গল্পে ছুটে যায়। উঠে আসে আরিয়ানকে রেখে সৈকতকে বিয়ে করার নাটকীয় কাহিনী। এতে আরিয়ান চরিত্রে রওনক হাসান, পিয়া চরিত্রে বাঁধন আর সৈকত চরিত্রে অভিনয় করেছেন রবি বাবু।
নাটকটি প্রসঙ্গে রওনক হাসান বলে, ‘একেবারে ভিন্ন ধারার একটি নাটকে অভিনয় করলাম। আশা করি দর্শকের ভালো লাগবে।
বাঁধন বলেন, ‘নাটকটি সম্পূর্ণ গতানুগতিক ধারার বাইরে একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে সবাই খুব দায়িত্ব নিয়ে কাজ করেছেন। আশা করি দর্শক হতাশ হবেন না।’ শিগগিরই নাটকটি কোনো এক চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।