ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দখলমুক্ত ইউক্রেন ন্যাটোর অধীন চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের যেসব এলাকা বর্তমানে রুশ দখলমুক্ত রয়েছে সেসব এলাকা ন্যাটোর ছাতার নিচে যেতে পারলে, চলমান যুদ্ধ বন্ধ হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর বিবিসি।

জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়েছিল, কিয়েভের দখলে বর্তমানে যেসব অঞ্চল রয়েছে, সেগুলো নিয়ে তিনি ন্যাটোর অধীনে যেতে রাজি কিনা। জবাবে তিনি বলেন, কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো এখনই ন্যাটোর ছাতা নিচে নেওয়া উচিত, তা হলে যুদ্ধের ‘তপ্ত’ অবস্থা বন্ধ হতে পারে। পরে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত নিয়ে গঠিত সমগ্র ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদের প্রস্তাব দেওয়া উচিত।

খবরে বলা হয়েছে, সাক্ষাৎকারটি ছিল বেশ বিস্তৃত পরিসরে। জেলেনস্কির পরামর্শটি অত্যন্ত তাত্ত্বিক, এমনকি তিনি নতুন কোনো প্রস্তাবও দেননি। এটি ছিল শুধু একটি টেলিভিশন সাক্ষাৎকার। তবে পর্যবেক্ষকরা জেলেনস্কির এই পরামর্শকে একটি সংকেত হিসেবে দেখছেন। তবে ন্যাটো এ ধরনের কোনো প্রস্তাব বিবেচনা করবে কিনা, তা নিয়ে অনেক সংশয় রয়েছে। জেলেনস্কি বলেন, ইউক্রেন কখনোই এ ধরনের কোনো প্রস্তাব বিবেচনা করেনি। কেননা আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের প্রস্তাব দেয়নি। তিনি বলেন, বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অংশগুলোসহ গোটা দেশকে ন্যাটোর সদস্যপদ দিতে হবে। তার কথায়, আপনি একটি দেশের কিছু অংশকে ন্যাটো সদস্যের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দখলমুক্ত ইউক্রেন ন্যাটোর অধীন চান জেলেনস্কি

আপডেট টাইম : ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের যেসব এলাকা বর্তমানে রুশ দখলমুক্ত রয়েছে সেসব এলাকা ন্যাটোর ছাতার নিচে যেতে পারলে, চলমান যুদ্ধ বন্ধ হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর বিবিসি।

জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়েছিল, কিয়েভের দখলে বর্তমানে যেসব অঞ্চল রয়েছে, সেগুলো নিয়ে তিনি ন্যাটোর অধীনে যেতে রাজি কিনা। জবাবে তিনি বলেন, কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো এখনই ন্যাটোর ছাতা নিচে নেওয়া উচিত, তা হলে যুদ্ধের ‘তপ্ত’ অবস্থা বন্ধ হতে পারে। পরে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত নিয়ে গঠিত সমগ্র ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদের প্রস্তাব দেওয়া উচিত।

খবরে বলা হয়েছে, সাক্ষাৎকারটি ছিল বেশ বিস্তৃত পরিসরে। জেলেনস্কির পরামর্শটি অত্যন্ত তাত্ত্বিক, এমনকি তিনি নতুন কোনো প্রস্তাবও দেননি। এটি ছিল শুধু একটি টেলিভিশন সাক্ষাৎকার। তবে পর্যবেক্ষকরা জেলেনস্কির এই পরামর্শকে একটি সংকেত হিসেবে দেখছেন। তবে ন্যাটো এ ধরনের কোনো প্রস্তাব বিবেচনা করবে কিনা, তা নিয়ে অনেক সংশয় রয়েছে। জেলেনস্কি বলেন, ইউক্রেন কখনোই এ ধরনের কোনো প্রস্তাব বিবেচনা করেনি। কেননা আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের প্রস্তাব দেয়নি। তিনি বলেন, বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অংশগুলোসহ গোটা দেশকে ন্যাটোর সদস্যপদ দিতে হবে। তার কথায়, আপনি একটি দেশের কিছু অংশকে ন্যাটো সদস্যের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না।