ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক সেনাপ্রধান সফিউদ্দিন আহমেদের বড় ভাই গ্রেপ্তার

খুলনা সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।এস এম রফিক উদ্দিন আহমেদ রফিক সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের বড় ভাই।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় নিজের বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেএমপির ডিবি সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ আগষ্ট নগরীর খালিশপুর থানায় এক বিএনপি নেতা এই মামলা দায়ের করেন। মামলায় ৭০ নম্বর আসামি হিসেবে রয়েছেন রফিক উদ্দিন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম।

তিনি জানান, দুইটি ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাবেক সেনাপ্রধান সফিউদ্দিন আহমেদের বড় ভাই গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

খুলনা সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।এস এম রফিক উদ্দিন আহমেদ রফিক সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের বড় ভাই।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় নিজের বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেএমপির ডিবি সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ আগষ্ট নগরীর খালিশপুর থানায় এক বিএনপি নেতা এই মামলা দায়ের করেন। মামলায় ৭০ নম্বর আসামি হিসেবে রয়েছেন রফিক উদ্দিন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম।

তিনি জানান, দুইটি ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।