ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সেই সঙ্গে আরও ৯৬ জন আহতও হয়েছেন। সেই হিসেবে এ উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। গত বছরের অক্টোবর থেকে অবিরত চলা এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫০২ জনে পৌঁছেছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৬ জন নিহত এবং আরও ৯৬ জন আহত হয়েছেন। এ হামলায় মোট এক লাখ ৫ হাজার ৪৫৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনের কারণে নিহত ও আহত হওয়ার পাশাপাশি প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সেই সঙ্গে আরও ৯৬ জন আহতও হয়েছেন। সেই হিসেবে এ উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। গত বছরের অক্টোবর থেকে অবিরত চলা এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫০২ জনে পৌঁছেছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৬ জন নিহত এবং আরও ৯৬ জন আহত হয়েছেন। এ হামলায় মোট এক লাখ ৫ হাজার ৪৫৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনের কারণে নিহত ও আহত হওয়ার পাশাপাশি প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।