ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু, বিকেলে জানাজা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ দ. আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল পাকিস্তান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজও দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১ পররাষ্ট্র উপদেষ্টা বর্ডারে দুর্নীতির কারণে ঠেকানো যাচ্ছে না ‘রোহিঙ্গা অনুপ্রবেশ আব্রাম না থাকলে তাকে আমার যোগ্য বলেও মনে করতাম না ওমরাহ শেষে গ্রামে ফিরে খেজুর-জমজমের পানি বিতরণ করল শিশু রিফাত বিদেশে প্রশিক্ষণে ঘুরে-ফিরে একই ব্যক্তি নয়, জুনিয়রদের অগ্রাধিকার

শেষ বলের ছক্কায় সিলেটের ২০৫ রান অতিক্রম করল ঢাকা

ছক্কার বন্যা বইয়ে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেছেন সিলেট বিভাগের চৌধুরী জিশান আলম। তাতে তার দলও পেয়েছিল ২০৫ রানের বিশাল সংগ্রহ। তবে বিশাল সেই রানই অতিক্রম করে গেল ঢাকা। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকাকে জিতিয়ে ম্যাচের নায়ক শুভাগত হোম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দিনে স্বাগতিকদের বিপক্ষে শেষ ওভারে ঢাকার দরকার ছিল ১২ রান। প্রথম তিন বলে মাত্র ২ রান আদায় করেন ঢাকার অপরাজিত দুই ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও শুভাগত হোম। চতুর্থ বলে অঙ্কন চার আদায় করলে শেষ দুই বলে দরকার হয় ৬ রান। পঞ্চম বলে সিঙ্গেল নেন অঙ্কন। শেষ বলে দরকার ৫ রান। ইয়র্কার করার চেষ্টা করলেও সিলেটের তোফায়েল শেষ বলে ফুলটস বল করেন। তাতে লং অফের ওপর দিয়ে বাউন্ডারিছাড়া করেন শুভাগত। জয়ের উচ্ছ্বাসে ভাসে ঢাকা।

শেষের নায়ক শুভাগত হলেও ঢাকাকে শুরুতে ভিত গড়ে দেন তরুণ আরিফুল ইসলাম। তিনে নেমে ৪৬ বলে ৮ ছক্কায় ৯৪ রান করে জিশানদের হতাশ করেন তিনি। ম্যাচসেরাও হয়েছেন আরিফুল। ঢাকার হয়ে ১৮ বলে ২৭ রান করেন বল হাতে জিশানের কাছে ৩২ রান হজম করা আরাফাত সানি জুনিয়র।

শেষ ৪৬ বলে ঢাকার দরকার ছিল ৪৪ বলে ৬৬ রান। এই কাজটি সফল করতে কোনো ভুল করেননি অঙ্কন ও শুভাগত। ১৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩১ রান করেছেন শুভাগত। ২৩ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন মাহিদুল।

এদিকে, সিলেটেরই অন্য মাঠে বরিশালকে ৩১ রানে হারিয়েছে ঢাকা মহানগর। দলটির দুই ওপেনার ইমরানউজ্জামান (৩৩ বলে ৫৩) ও মোহাম্মদ নাঈমের (৩৫ বলে ৬৫) ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৯২ রান করে ঢাকা মহানগর। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬১ রানে থামে বরিশাল। বরিশালের হয়ে ৫২ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন ফজলে রাব্বি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা

শেষ বলের ছক্কায় সিলেটের ২০৫ রান অতিক্রম করল ঢাকা

আপডেট টাইম : ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ছক্কার বন্যা বইয়ে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেছেন সিলেট বিভাগের চৌধুরী জিশান আলম। তাতে তার দলও পেয়েছিল ২০৫ রানের বিশাল সংগ্রহ। তবে বিশাল সেই রানই অতিক্রম করে গেল ঢাকা। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকাকে জিতিয়ে ম্যাচের নায়ক শুভাগত হোম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দিনে স্বাগতিকদের বিপক্ষে শেষ ওভারে ঢাকার দরকার ছিল ১২ রান। প্রথম তিন বলে মাত্র ২ রান আদায় করেন ঢাকার অপরাজিত দুই ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও শুভাগত হোম। চতুর্থ বলে অঙ্কন চার আদায় করলে শেষ দুই বলে দরকার হয় ৬ রান। পঞ্চম বলে সিঙ্গেল নেন অঙ্কন। শেষ বলে দরকার ৫ রান। ইয়র্কার করার চেষ্টা করলেও সিলেটের তোফায়েল শেষ বলে ফুলটস বল করেন। তাতে লং অফের ওপর দিয়ে বাউন্ডারিছাড়া করেন শুভাগত। জয়ের উচ্ছ্বাসে ভাসে ঢাকা।

শেষের নায়ক শুভাগত হলেও ঢাকাকে শুরুতে ভিত গড়ে দেন তরুণ আরিফুল ইসলাম। তিনে নেমে ৪৬ বলে ৮ ছক্কায় ৯৪ রান করে জিশানদের হতাশ করেন তিনি। ম্যাচসেরাও হয়েছেন আরিফুল। ঢাকার হয়ে ১৮ বলে ২৭ রান করেন বল হাতে জিশানের কাছে ৩২ রান হজম করা আরাফাত সানি জুনিয়র।

শেষ ৪৬ বলে ঢাকার দরকার ছিল ৪৪ বলে ৬৬ রান। এই কাজটি সফল করতে কোনো ভুল করেননি অঙ্কন ও শুভাগত। ১৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩১ রান করেছেন শুভাগত। ২৩ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন মাহিদুল।

এদিকে, সিলেটেরই অন্য মাঠে বরিশালকে ৩১ রানে হারিয়েছে ঢাকা মহানগর। দলটির দুই ওপেনার ইমরানউজ্জামান (৩৩ বলে ৫৩) ও মোহাম্মদ নাঈমের (৩৫ বলে ৬৫) ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৯২ রান করে ঢাকা মহানগর। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬১ রানে থামে বরিশাল। বরিশালের হয়ে ৫২ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন ফজলে রাব্বি।