ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার রাজধানী কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এই বিশেষ অভিযান।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে,

গত ১০ ডিসেম্বর মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরদিন থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান চলতে পারে প্রায় দুই মাস।

গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নরের নির্দেশনা পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালায়। সেখানকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি আটক হয়েছে কিনা সেই বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে যেসব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানকালে কোনো বৈধ কাগজ-পত্র পাওয়া না গেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান

আপডেট টাইম : ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার রাজধানী কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এই বিশেষ অভিযান।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে,

গত ১০ ডিসেম্বর মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরদিন থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান চলতে পারে প্রায় দুই মাস।

গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নরের নির্দেশনা পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালায়। সেখানকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি আটক হয়েছে কিনা সেই বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে যেসব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানকালে কোনো বৈধ কাগজ-পত্র পাওয়া না গেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।