বাংলাদেশ দলের হয়ে ৬টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেললেও এখনো টি-টোয়েন্টি খেলা হয়নি বিপিএল দিয়ে আলোচনায় আসা নাহিদ রানার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে দারুণ বোলিং করলেও ৫ দিন আগে ঘোষিত ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি তাকে। তবে হঠাৎ করেই ম্যাচের একদিন আগে দলে যুক্ত করা হলো তাকে।
আজ রবিবার হুট করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদকে স্কোয়াডে নেয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথমটি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম ম্যাচেই সুযোগ দেওয়া হতে পারে ২২ বছর বয়সী এই গতিময় পেসারকে।
টেস্টে ৬ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন নাহিদ। এছাড়া ওয়ানডেতে ৩টি ম্যাচ খেলে ৩১ গড়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। তবে শুধু পরিসংখ্যান দিয়ে মাপা যাবে না নাহিদকে। গতি দিয়ে প্রতিপক্ষকে ভড়কে দিতে দেখা গেছে তাকে। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বল তারই।
আগামীকাল ১৬ ডিসেম্বর সোমবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে শুরু হবে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে পরের দুই টি-টোয়েন্টি ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দুই দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশড হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও রিপন মন্ডল।