ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দুঃসংবাদ। বাংলাদেশে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে ছিটকে গেছেন এভিন লুইস। তার জায়গায় ফিরলেন অভিজ্ঞ ব্যাটার আন্দ্রে ফ্লেচার।
উইন্ডিজের হয়ে সবশেষ ফ্লেচার খেলেছেন গত অক্টোবরে শ্রীলংকা সফরে। ডাম্বুলায় একটি ম্যাচ খেলে ৪ রানে আউট হওয়ার পর তিনি বাদ পড়েছিলেন পরের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে। এবার লুইসের চোটে আরেকটি সুযোগ পেলেন ৩৭ বছর বয়সী ব্যাটার।
ক্যারিবীয়দের হয়ে ৫৮ টি-টোয়েন্টি খেলে রেকর্ড খুব সমৃদ্ধ নয় ফ্লেচারের। তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের অনেক অভিজ্ঞতা তার আছে।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লুইস চোটে পড়েন। সিরিজের শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি।
সেন্ট ভিনসেন্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।