বড়দিনে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইচ্ছে করে বড়দিনে এই ক্ষেপণাস্ত্র হামলা করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একাধিক জায়গায় অনেকগুলি বিদ্যুৎকেন্দ্রে এই হামলা হয়েছে। বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত করেছে। তারপর বিদ্যুৎসংকট দেখা দিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল হামলা করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, ‘হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। ইচ্ছে করে বড়দিনে এই আক্রমণ করা হয়েছে। এর থেকে অমানবিক আর কী হতে পারে?’
জেলেনস্কি জানিয়েছেন, ‘৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তার মধ্যে কিছু ব্যালেস্টিক মিসাইলও চিল। এর সঙ্গে ছিল একশরও বেশি ড্রোন।’
জেলেনস্কি আরও বলেন, ‘সেনা ৫০টি ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করতে পেরেছে। বেশ কিছু ড্রোন তারা ধ্বংস করেছে। তবে দুর্ভাগ্যবশত কিছু মিসাইল লক্ষ্যে আঘাত করেছে। ফলে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে তার প্রভাব পড়েছে। ইঞ্জিনিয়ররা কাজ করছেন। যত তাড়াতাড়ি সম্ভব সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।’
ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী বলেছেন, রাশিয়া আবার বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের আক্রমণ করেছে। এর প্রভাব যাতে বেশি না হয়, তার জন্য ট্রান্সমিশন সিস্টেম অপারেটররা কাজ করছেন।