ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মোজাম্বিকে জেল ভেঙে পালাল দেড় হাজার বন্দী

আফ্রিকার দেশ মোজাম্বিকে কারাগার ভেঙে পালিয়েছে দেড় হাজার বন্দী।জেল ভাঙার আগে জেলের ভিতর ভয়ংকর সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। সংঘর্ষে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

মোজাম্বিকের রাজধানী মাপুতোয় একটি জেলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে পুলিশকর্মীও আছেন।

ঘটনার পর অন্তত দেড় হাজার বন্দি জেল থেকে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুধু রাজধানীতেই নয়, দেশের আরও বেশ কিছু জেলে একই ঘটনা ঘটেছে। সেখান থেকেও বেশ কিছু বন্দী পালিয়েছে বলে খবর মিলেছে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ১৫০ জনকে গ্রেপ্তার করা গেছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।

সম্প্রতি মোজাম্বিকে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তার পর থেকেই গোটা দেশজুড়ে উত্তেজনা শুরু হয়েছে। জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে। রাজধানীতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সংঘাত হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মোজাম্বিকে জেল ভেঙে পালাল দেড় হাজার বন্দী

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে

আফ্রিকার দেশ মোজাম্বিকে কারাগার ভেঙে পালিয়েছে দেড় হাজার বন্দী।জেল ভাঙার আগে জেলের ভিতর ভয়ংকর সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। সংঘর্ষে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

মোজাম্বিকের রাজধানী মাপুতোয় একটি জেলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে পুলিশকর্মীও আছেন।

ঘটনার পর অন্তত দেড় হাজার বন্দি জেল থেকে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুধু রাজধানীতেই নয়, দেশের আরও বেশ কিছু জেলে একই ঘটনা ঘটেছে। সেখান থেকেও বেশ কিছু বন্দী পালিয়েছে বলে খবর মিলেছে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ১৫০ জনকে গ্রেপ্তার করা গেছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।

সম্প্রতি মোজাম্বিকে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তার পর থেকেই গোটা দেশজুড়ে উত্তেজনা শুরু হয়েছে। জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে। রাজধানীতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সংঘাত হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন ।