বাঙালী কণ্ঠ নিউজঃ মানুষের আবাসন চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন শ্রেণিগোষ্ঠীর জন্য বিবিধ পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আর্কিটেক্টরা কাজ করেন। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে অপার সম্ভাবনাময় এ ক্ষেত্রটি প্রসারিত হচ্ছে। প্রথম দিকে হাতেগোনা কিছু কোম্পানি ঢাকাকেন্দ্রিক বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেকচারাল বিষয়টি অন্তর্ভুক্ত করলেও বর্তমানে ঢাকা ও এর বাইরের বড় শহরগুলোতেও বিল্ডিং এবং অন্যান্য অবকাঠামো তৈরির ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনের সহায়তা নিতে আইনগত বাধ্যবাধকতা রয়েছে।
বিল্ডিং ডিজাইন, স্থায়িত্ব, শৈল্পিক এবং নান্দনিক করার ক্ষেত্রে ক্রেতামুখী ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে এ ক্ষেত্রটির উদ্যোক্তারা আর্কিটেক্ট বিষয়ের ওপর প্রাতিষ্ঠানিক, তত্ত্বীয় ও ব্যবহারিক পড়াশোনা জানা লোকবলের ব্যাপক প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং বিশ্ববাজারে চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে সোনারগাঁও ইউনিভার্সিটি বরাবরই সচেষ্ট রয়েছে। যুগোপযোগী চাহিদা পূরণের লক্ষ্যে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি নিত্যনতুন বিষয় কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করছে।
এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া তেমনি একটি বিষয় হলো স্থাপত্য বিভাগ। এই অপার সম্ভাবনার কথা মাথায় রেখে সোনারগাঁও ইউনিভার্সিটি ব্যাচেলর অব অর্কিটেক্ট বিষয়টির ওপর উচ্চশিক্ষা কার্যক্রম চালু করেছে। নিজস্ব ক্যাম্পাসে স্থাপিত ডিজাইন স্টুডিও এবং স্টিল অ্যান্ড কনক্রিট ল্যাব, কার্পেন্ট্রি ওয়ার্কশপ, অয়েল্ডিং ওয়ার্কশপসহ ব্যবহারিক শিক্ষার জন্য প্রয়োজনীয় সব সুবিধা সম্পন্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ দেশের স্থাপত্য শিক্ষায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে দেশের প্রতিষ্ঠিত স্থপতি এবং স্থাপত্য বিদ্যার শিক্ষাবিদদের সমন্বয়ে গঠন করা হয়েছে।
সোনারগাঁও ইউনিভার্সিটিতে পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং কোর্স ১৫ সেমিস্টারে ১৯৬ ক্রেডিটে সম্পন্ন করতে হয়। এই প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন ০১৯৭১৩৩৭৭৭৭। এখানে এ বিষয়ে থাকছে ডিজাইন স্টুডিও, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথমেটিকস ফর আর্কিটেক্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন, গ্রাফিকস অ্যান্ড ফ্রি হ্যান্ড ড্রইং, বিল্ডিং ফিজিকস, ডিজাইন থিওরি, ইকোলজি, আর্ট অ্যাপ্রিসিয়েশন, মিউজিক অ্যাপ্রিসিয়েশন, ডিজাইন অ্যাপ্রিসিয়েশনসহ অন্যান্য বিষয়। ব্যাচেলর অব আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন প্রফেসর শাহজাদ জহীর এবং অ্যাসোসিয়েট প্রফেসর মাসুদুর রশীদ ছাড়াও বুয়েট, রুয়েটের দক্ষ শিক্ষকেরা এখানে ক্লাস নিয়ে থাকেন।