ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা ৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল

মৌলভীবাজারে বেদখলে থাকা ৩০ একর বনভূমি উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা বন বিটের অবৈধ জবরদখলীয় ৩০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৮ জানুয়ারি) সারাদিন এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইনের নেতৃত্বে বন বিভাগের একটি টহল দল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাগনা ও পুটিছড়া বিট কর্মকর্তা সহ বন বিভাগের একটি বিশেষ দল। সহযোগিতায় ছিলেন স্থানীয় বেশ কয়েকজন বন জাগিদার (ভিলেজার)।

লাঠিটিলা বনটি ইন্দো-বার্মা জীব বৈচিত্র্যের হটস্পট। মিশ্র চির সবুজ এ বনে বন্যহাতি ও মহাবিপন্ন উল্লুকসহ রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আবাসস্থল।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের কামাল উদ্দিন (৫৫) ও কালা মিয়া অরফে কালা (৬০) নামে স্থানীয় দুই বাসিন্দা দীর্ঘদিন ধরে বনের হাওর জালাই নামক এলাকায় ৩০ একর জমি অবৈধভাবে দখল করে রাখে এবং সেখানে পান, লেবু ও মাছের ফিসারি (খামার) তৈরি করেন। বন বিভাগের লোকজন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের দখলে থাকা বনভূমির এ অংশ উদ্ধার করেন।

এ বিষয়ে জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লাঠিটিলা বনের ৩০ একর জমি প্রভাবশালীদের দখলে রয়েছে। তারা বনের জায়গা দখল করে পান লেবু ও মাছের খামার গড়ে তুলেন। তাদের দখলে থাকা এসব পান বাগান, লেবুবাগান ও ফিসারির বাঁধ কেটে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বনের অবৈধ দখলের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

মৌলভীবাজারে বেদখলে থাকা ৩০ একর বনভূমি উদ্ধার

আপডেট টাইম : ২১ ঘন্টা আগে

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা বন বিটের অবৈধ জবরদখলীয় ৩০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৮ জানুয়ারি) সারাদিন এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইনের নেতৃত্বে বন বিভাগের একটি টহল দল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাগনা ও পুটিছড়া বিট কর্মকর্তা সহ বন বিভাগের একটি বিশেষ দল। সহযোগিতায় ছিলেন স্থানীয় বেশ কয়েকজন বন জাগিদার (ভিলেজার)।

লাঠিটিলা বনটি ইন্দো-বার্মা জীব বৈচিত্র্যের হটস্পট। মিশ্র চির সবুজ এ বনে বন্যহাতি ও মহাবিপন্ন উল্লুকসহ রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আবাসস্থল।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের কামাল উদ্দিন (৫৫) ও কালা মিয়া অরফে কালা (৬০) নামে স্থানীয় দুই বাসিন্দা দীর্ঘদিন ধরে বনের হাওর জালাই নামক এলাকায় ৩০ একর জমি অবৈধভাবে দখল করে রাখে এবং সেখানে পান, লেবু ও মাছের ফিসারি (খামার) তৈরি করেন। বন বিভাগের লোকজন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের দখলে থাকা বনভূমির এ অংশ উদ্ধার করেন।

এ বিষয়ে জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লাঠিটিলা বনের ৩০ একর জমি প্রভাবশালীদের দখলে রয়েছে। তারা বনের জায়গা দখল করে পান লেবু ও মাছের খামার গড়ে তুলেন। তাদের দখলে থাকা এসব পান বাগান, লেবুবাগান ও ফিসারির বাঁধ কেটে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বনের অবৈধ দখলের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।