ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তামিম-হেলসের পাল্টাপাল্টি অভিযোগ

সিলেটে তখনও ম্যাচের রেশ কাটেনি। নুরুল হাসান তাণ্ডবের পর যখন উদযাপনে ব্যস্ত রংপুর রাইডার্স, তখন ঘটে বিতর্কিত এক ঘটনা। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল তেড়ে যান রাইডার্সদের ডাগ আউটের দিকে। তখন তাকে আটকে দেন নুরুল হাসান। তবে গতকালের ওই ঘটনার রেশ থামছে না। তামিমের পক্ষ থেকে বলা হয়েছে, বাজে অঙ্গভঙ্গি করেছেন অ্যালেক্স হেলস। ইংলিশ তারকা সেখানে তামিমের ওপর ‘ব্যক্তিগত আক্রমণের’ অভিযোগ করেছেন।

রোমাঞ্চ ছড়ানো ম্যাচের উত্তেজনা মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও পড়েছিল। রংপুরের কাছে ২ উইকেটে অপ্রত্যাশিত হারের পর হাত মেলানোর আনুষ্ঠানিকতা সারছিল বরিশাল। তখন তামিমকে কিছু একটা অঙ্গভঙ্গি করেন হেলস। তামিম তখন হেলসকে উদ্দেশ্য করে বলেন, ‘এমন করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পরেন এই দুই ক্রিকেটার।

ওই ঘটনার রেশ ম্যাচের পর সংবাদ সম্মেলনেও ওঠে। বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে ঘটনা জানতে চাওয়া হলে তিনি ঘটনার বিস্তারিত বলতে পারেননি, ‘আমি নিশ্চিত নই, যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি। উত্তেজিত হয়েছে (তামিম), এটা দেখেছি।’

তামিমকে পেছনে ঠেলে নিয়ে আসা নুরুল হাসানকেও জিজ্ঞাসা করা হয় প্রশ্নটি, তবে কি ঘটেছিল সেটি রংপুরের অধিনায়কও খোলাখুলি বলতে পারেননি, ‘ঘটনাটা খুব কাছ থেকে দেখিনি। আমি দেখেছি শেষ দিকে। মানে যখন ফিরে আসছি। ড্রেসিংরুমে যাওয়ার পর বুঝতে পারব, কী হয়েছে। তবে কিছু একটা হয়েছে, আমিও এটা দেখেছি।’

ম্যাচ শেষে হেলস অবশ্য দাবি করেছেন তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। একটি টিভি চ্যানেলে রংপুরের ওপেনার বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) আপসেট ছিল। সে আমার কাছে এসে বলল, ‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’

ওই ঘটনার পর তামিম এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। বিপিএলে তার দল বরিশাল আছে টেবিলের দুইয়ে। টানা ৬ ম্যাচ জেতা রংপুর আছে শীর্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

তামিম-হেলসের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট টাইম : এক ঘন্টা আগে

সিলেটে তখনও ম্যাচের রেশ কাটেনি। নুরুল হাসান তাণ্ডবের পর যখন উদযাপনে ব্যস্ত রংপুর রাইডার্স, তখন ঘটে বিতর্কিত এক ঘটনা। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল তেড়ে যান রাইডার্সদের ডাগ আউটের দিকে। তখন তাকে আটকে দেন নুরুল হাসান। তবে গতকালের ওই ঘটনার রেশ থামছে না। তামিমের পক্ষ থেকে বলা হয়েছে, বাজে অঙ্গভঙ্গি করেছেন অ্যালেক্স হেলস। ইংলিশ তারকা সেখানে তামিমের ওপর ‘ব্যক্তিগত আক্রমণের’ অভিযোগ করেছেন।

রোমাঞ্চ ছড়ানো ম্যাচের উত্তেজনা মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও পড়েছিল। রংপুরের কাছে ২ উইকেটে অপ্রত্যাশিত হারের পর হাত মেলানোর আনুষ্ঠানিকতা সারছিল বরিশাল। তখন তামিমকে কিছু একটা অঙ্গভঙ্গি করেন হেলস। তামিম তখন হেলসকে উদ্দেশ্য করে বলেন, ‘এমন করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পরেন এই দুই ক্রিকেটার।

ওই ঘটনার রেশ ম্যাচের পর সংবাদ সম্মেলনেও ওঠে। বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে ঘটনা জানতে চাওয়া হলে তিনি ঘটনার বিস্তারিত বলতে পারেননি, ‘আমি নিশ্চিত নই, যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি। উত্তেজিত হয়েছে (তামিম), এটা দেখেছি।’

তামিমকে পেছনে ঠেলে নিয়ে আসা নুরুল হাসানকেও জিজ্ঞাসা করা হয় প্রশ্নটি, তবে কি ঘটেছিল সেটি রংপুরের অধিনায়কও খোলাখুলি বলতে পারেননি, ‘ঘটনাটা খুব কাছ থেকে দেখিনি। আমি দেখেছি শেষ দিকে। মানে যখন ফিরে আসছি। ড্রেসিংরুমে যাওয়ার পর বুঝতে পারব, কী হয়েছে। তবে কিছু একটা হয়েছে, আমিও এটা দেখেছি।’

ম্যাচ শেষে হেলস অবশ্য দাবি করেছেন তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। একটি টিভি চ্যানেলে রংপুরের ওপেনার বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) আপসেট ছিল। সে আমার কাছে এসে বলল, ‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’

ওই ঘটনার পর তামিম এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। বিপিএলে তার দল বরিশাল আছে টেবিলের দুইয়ে। টানা ৬ ম্যাচ জেতা রংপুর আছে শীর্ষে।