আগামী মাসেই পাকিস্তানের আয়োজনে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই আসরে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া না-ও পেতে পারে তাদের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার-গাভাস্কার ট্রফিতে গোড়ালির ইনজুরিতে পড়েছেন তিনি। সেই ইনজুরি থেকে তার সেরে ওঠা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
ভারতের বিপক্ষে ৫টি টেস্টই খেলেছেন কামিন্স। সিরিজে সবচেয়ে বেশি ১৬৭ ওভারে করেছেন তিনি। দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে রাখা হয়নি কামিন্সকে। উপরোক্ত কারণ ছাড়াও ইনজুরির কারণে সিরিজে খেলতে পারতেন না তিনি।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, গোড়ালির ব্যথার কারণে স্ক্যান করাতে হবে কামিন্সকে। বেইলির ভাষ্য, ‘(কামিন্সকে) অল্প কয়েকটি কাজ করতে হবে; তার গোড়ালিতেও ব্যথা আছে। তাই আমি মনে করি আগামী সপ্তাহে বা কাছাকাছি সময়ে তার একটা স্ক্যান করানো হবে এবং তাতে আমরা আরও তথ্য পাবো যে আসলে কী অবস্থা।’
চ্যাম্পিয়নস ট্রফিতে কামিন্সের থাকা নিয়ে অনিশ্চয়তার কথা বললেন বেইলিই, ‘(কামিন্সের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা) এখনো নিশ্চিত না। আমাদের অপেক্ষা করতে হবে এবং স্ক্যান করার পর দেখতে হবে কোথায় কী হয়েছে।’
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ৮ দল নিয়ে অনুষ্ঠেয় ১৫ ম্যাচের এই টুর্নামেন্টটি শেষ হবে ৯ মার্চ। পাকিস্তানের তিনটি ভেন্যু—করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এছাড়া নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই।
টুর্নামেন্টে ২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৮টি দল। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তান ছাড়াও আছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপের চারটি দল হলো আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।