ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৪৫০ টাকারও কমে গ্যালারিতে বসে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ

দোরগোড়ায় চ্যাম্পিয়নস ট্রফির আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৮টি দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এক ক্রিকেট মহারণ। যেখানে লড়বে বাংলাদেশও। এই আসর সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। আর ক্রিকেটপ্রেমীরা ব্যস্ত কীভাবে মাঠে বসে ম্যাচ উপভোগ করা যায় তা নিয়ে। আর সেটি করতে প্রয়োজন টিকিট। সেই টিকিটের দামই বা কত তা নিয়েও রয়েছে প্রশ্ন। সেই প্রশ্নই এবার দূর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবারের আসরে পাকিস্তানের মোট তিনটি ভেন্যুতে হবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি। এবার এই তিনটি ভেন্যুর টিকিট মূল্য তালিকায় এবার প্রকাশ করেছে পিসিবি। সব ধরণের দর্শকদের কথা বিবেচনায় নিয়ে ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি ক্যাটাগরিতে রাখা হয়েছে টিকিটের দাম।

যেখানে মাঠে বসে খেলা উপভোগ করতে একজন ক্রিকেটপ্রেমীকে ন্যূনতম ১ হাজার পাকিস্তানি রুপি থেকে সর্বোচ্চ ১৮ হাজার রুপি পর্যন্ত গুণতে হতে পারে। বাংলাদেশি টাকার অংকে যা ৪৫০ টাকারও কম থেকে শুরু। বাংলাদেশি টাকার অংকে সর্বনিন্ম ৪৩৭ টাকা থেকে শুরু করে ৭ হাজার ৮৬৮ টাকায় দেখা যাবে প্রতিটি ম্যাচ।

তবে এই ম্যাচগুলো কেবল গ্রুপপর্বের জন্য। পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট প্রতি ২.৫ হাজার রুপি পর্যন্ত বাড়তে পারে।

করাচি:

সাধারণ: ১০০০ রুপি

প্রথম শ্রেণী: ১৫০০ রুপি

প্রিমিয়াম: ৩৫০০ রুপি

ভিআইপি: ৭০০০ রুপি

ভিভিআইপি: ১২০০০ রুপি

লাহোর:

সাধারণ: ১০০০ রুপি

প্রথম শ্রেণী: ২০০০ রুপি

প্রিমিয়াম: ৫০০০ রুপি

ভিআইপি: ৭৫০০ রুপি

ভিভিআইপি: ১২০০০ রুপি

গ্যালারি: 18,000 রুপি

রাওয়ালপিন্ডি:

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার ম্যাচটির মূল্য অবশ্য ‍বেশ বেশি। এক্ষেত্রে প্রায় দ্বিগুণ খরচ করতে হবে টিকিট পেতে।

সাধারণ ঘের: ২০০০ রুপি

প্রথম শ্রেণী: ৪০০০ রুপি

প্রিমিয়াম: ৭০০০ রুপি

ভিআইপি: ১২৫০০ রুপি

টিকিট মূল্যতালিকা প্রকাশ করলেও এখন সেই টিকিট কাটার উপায় জানানো হয়নি। তবে সেটিও খুব দ্রুতই প্রকাশ করবে পিসিবি। যাতে মেগা এই আসরে বহু আগে থেকেই টিকিট নিয়ে দুশ্চিন্তায় না পড়তে হয় ক্রিকেটপ্রেমীদের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

৪৫০ টাকারও কমে গ্যালারিতে বসে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ

আপডেট টাইম : ২৪ মিনিট আগে

দোরগোড়ায় চ্যাম্পিয়নস ট্রফির আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৮টি দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এক ক্রিকেট মহারণ। যেখানে লড়বে বাংলাদেশও। এই আসর সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। আর ক্রিকেটপ্রেমীরা ব্যস্ত কীভাবে মাঠে বসে ম্যাচ উপভোগ করা যায় তা নিয়ে। আর সেটি করতে প্রয়োজন টিকিট। সেই টিকিটের দামই বা কত তা নিয়েও রয়েছে প্রশ্ন। সেই প্রশ্নই এবার দূর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবারের আসরে পাকিস্তানের মোট তিনটি ভেন্যুতে হবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি। এবার এই তিনটি ভেন্যুর টিকিট মূল্য তালিকায় এবার প্রকাশ করেছে পিসিবি। সব ধরণের দর্শকদের কথা বিবেচনায় নিয়ে ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি ক্যাটাগরিতে রাখা হয়েছে টিকিটের দাম।

যেখানে মাঠে বসে খেলা উপভোগ করতে একজন ক্রিকেটপ্রেমীকে ন্যূনতম ১ হাজার পাকিস্তানি রুপি থেকে সর্বোচ্চ ১৮ হাজার রুপি পর্যন্ত গুণতে হতে পারে। বাংলাদেশি টাকার অংকে যা ৪৫০ টাকারও কম থেকে শুরু। বাংলাদেশি টাকার অংকে সর্বনিন্ম ৪৩৭ টাকা থেকে শুরু করে ৭ হাজার ৮৬৮ টাকায় দেখা যাবে প্রতিটি ম্যাচ।

তবে এই ম্যাচগুলো কেবল গ্রুপপর্বের জন্য। পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট প্রতি ২.৫ হাজার রুপি পর্যন্ত বাড়তে পারে।

করাচি:

সাধারণ: ১০০০ রুপি

প্রথম শ্রেণী: ১৫০০ রুপি

প্রিমিয়াম: ৩৫০০ রুপি

ভিআইপি: ৭০০০ রুপি

ভিভিআইপি: ১২০০০ রুপি

লাহোর:

সাধারণ: ১০০০ রুপি

প্রথম শ্রেণী: ২০০০ রুপি

প্রিমিয়াম: ৫০০০ রুপি

ভিআইপি: ৭৫০০ রুপি

ভিভিআইপি: ১২০০০ রুপি

গ্যালারি: 18,000 রুপি

রাওয়ালপিন্ডি:

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার ম্যাচটির মূল্য অবশ্য ‍বেশ বেশি। এক্ষেত্রে প্রায় দ্বিগুণ খরচ করতে হবে টিকিট পেতে।

সাধারণ ঘের: ২০০০ রুপি

প্রথম শ্রেণী: ৪০০০ রুপি

প্রিমিয়াম: ৭০০০ রুপি

ভিআইপি: ১২৫০০ রুপি

টিকিট মূল্যতালিকা প্রকাশ করলেও এখন সেই টিকিট কাটার উপায় জানানো হয়নি। তবে সেটিও খুব দ্রুতই প্রকাশ করবে পিসিবি। যাতে মেগা এই আসরে বহু আগে থেকেই টিকিট নিয়ে দুশ্চিন্তায় না পড়তে হয় ক্রিকেটপ্রেমীদের।