ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাহিদের পর পিএসএলে দল পেলেন লিটন-রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর উপলক্ষে আজ সোমবার হয়ে যাচ্ছে ড্রাফট অনুষ্ঠান। লাহোর ফোর্টে চলমান এই ড্রাফটে বাংলাদেশি হিসেবে সবার আগে দল পেয়েছেন পেসার নাহিদ রানা। এরপর দল পেলেন ব্যাটার লিটন দাস আর লেগ স্পিনার রিশাদ হোসেনও।

গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদকে কিনে নিয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটগারিতে থাকা লিটন দাসকে দ্বিতীয় রাউন্ডে কিনে নিয়েছে করাচি কিংস। একই ক্যাটাগরির রিশাদকে তৃতীয় রাউন্ডে কিনে নিয়েছে লাহোর কালান্দার্স।

পিএসএলের এবারের ড্রাফটে বাংলাদেশ থেকে ত্রিশ জনেরও বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন ৮ জন—সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে কেনার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরাও দল পাননি। তবে তাদের সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

প্লাটিনাম ক্যাটাগরির প্রথম রাউন্ডে ড্যারিয়েল মিচেল লাহোর কালান্দার্সে, ডেভিড ওয়ার্নার করাচি কিংসে, মার্ক চাপম্যান কোয়েটা গ্লাডিয়েটর্সে, টস কোহলার কাডমোর পেশোয়ার জালমিতে, মাইকেল ব্রেসওয়েল মুলতান সুলতানসে ও ম্যাথু শর্ট ভিড়েছেন ইসলামাবাদ ইউনাইটেডে।

এই ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ডে ওয়াইল্ড কার্ড দিয়ে ফাহিম আশরাফকে কোয়েটা ও আব্বাস আফ্রিদিকে করাচি কিংস দলে ভিড়িয়েছে। এছাড়া কোয়েটা ড্রাফট থেকে নিয়েছে ফিন অ্যালেনকে। করাচি ভিড়িয়েছে অ্যাডাম মিলনেকে।

ডায়ামন্ড ক্যাটাগরিতে করাচি কিংসে খুশদিল শাহ, পেশোয়ার জালমিতে করবিন বশ, ইসলামাবাদে জেসন হোল্ডার, লাহোরে কুশল পেরেরা ও পেশোয়ারে মোহাম্মদ আলি যোগ দিয়েছেন। এরপরই আসে গোল্ড ক্যাটাগরির ডাক। এই রাউন্ডে নাহিদের পাশাপাশি দল পেয়েছেন আবদুল সামাদ, মোহাম্মদ হাসনাইন, বেন ডোয়ারহুইস, আমের জামাল ও কামরান গুলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নাহিদের পর পিএসএলে দল পেলেন লিটন-রিশাদ

আপডেট টাইম : ২ ঘন্টা আগে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর উপলক্ষে আজ সোমবার হয়ে যাচ্ছে ড্রাফট অনুষ্ঠান। লাহোর ফোর্টে চলমান এই ড্রাফটে বাংলাদেশি হিসেবে সবার আগে দল পেয়েছেন পেসার নাহিদ রানা। এরপর দল পেলেন ব্যাটার লিটন দাস আর লেগ স্পিনার রিশাদ হোসেনও।

গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদকে কিনে নিয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটগারিতে থাকা লিটন দাসকে দ্বিতীয় রাউন্ডে কিনে নিয়েছে করাচি কিংস। একই ক্যাটাগরির রিশাদকে তৃতীয় রাউন্ডে কিনে নিয়েছে লাহোর কালান্দার্স।

পিএসএলের এবারের ড্রাফটে বাংলাদেশ থেকে ত্রিশ জনেরও বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন ৮ জন—সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে কেনার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরাও দল পাননি। তবে তাদের সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

প্লাটিনাম ক্যাটাগরির প্রথম রাউন্ডে ড্যারিয়েল মিচেল লাহোর কালান্দার্সে, ডেভিড ওয়ার্নার করাচি কিংসে, মার্ক চাপম্যান কোয়েটা গ্লাডিয়েটর্সে, টস কোহলার কাডমোর পেশোয়ার জালমিতে, মাইকেল ব্রেসওয়েল মুলতান সুলতানসে ও ম্যাথু শর্ট ভিড়েছেন ইসলামাবাদ ইউনাইটেডে।

এই ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ডে ওয়াইল্ড কার্ড দিয়ে ফাহিম আশরাফকে কোয়েটা ও আব্বাস আফ্রিদিকে করাচি কিংস দলে ভিড়িয়েছে। এছাড়া কোয়েটা ড্রাফট থেকে নিয়েছে ফিন অ্যালেনকে। করাচি ভিড়িয়েছে অ্যাডাম মিলনেকে।

ডায়ামন্ড ক্যাটাগরিতে করাচি কিংসে খুশদিল শাহ, পেশোয়ার জালমিতে করবিন বশ, ইসলামাবাদে জেসন হোল্ডার, লাহোরে কুশল পেরেরা ও পেশোয়ারে মোহাম্মদ আলি যোগ দিয়েছেন। এরপরই আসে গোল্ড ক্যাটাগরির ডাক। এই রাউন্ডে নাহিদের পাশাপাশি দল পেয়েছেন আবদুল সামাদ, মোহাম্মদ হাসনাইন, বেন ডোয়ারহুইস, আমের জামাল ও কামরান গুলাম।